Kolkata: মানিকতলায় অটোর মধ্যে উদ্ধার সিভিক ভলান্টিয়ার-সহ ৩ জন
বুধবার মানিকতলার বাগমারি বসাক বাগান এলাকায় অটোর মধ্যে উদ্ধার হয় অমরনাথ প্রসাদের রক্তাক্ত দেহ।
আবীর দত্ত, কলকাতা: মানিকতলায় অটোর মধ্যে দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার সিভিক ভলান্টিয়ার-সহ ৩ জন। এই ঘটনায় ধৃত জগন্নাথ ভৌমিক ওরফে ভিকি। যিনি এন্টালি থানার সিভিক ভলান্টিয়ার। তাঁর বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। বুধবার মানিকতলার বাগমারি বসাক বাগান এলাকায় অটোর মধ্যে উদ্ধার হয় অমরনাথ প্রসাদের রক্তাক্ত দেহ।
জানা গিয়েছে মোবাইল ফোন নিয়ে বচসার জেরে মারধর, তার জেরেই মৃত্যু। তবে এই অভিযোগ কতটা সত্যি তা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, জলপাইগুড়িতে দুষ্কৃতিদের হাতে আক্রান্ত টোটো চালক। মাটিতে ফেলে বেধড়ক মার টোটো চালককে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই চালক। তারপর টোটো টিকেও ভাঙচুর করে দুষ্কৃতিরা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই চালক।
আরও পড়ুন, অনলাইন লটারির ব্যবসার আড়ালে জুয়ার আসর, কলকাতায় গ্রেফতার ৫
সেই সময় টোটো চালককে মাটিতে ফেলে মারতে দেখে স্থানিয় ক্লাবের কিছু যুবক প্রতিবাদ করায় তাদের কেও আক্রান্ত হতে হয় দুষ্কৃতি দের হাতে। খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ, অভিযোগ তাদের গাড়িতেও ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতিরা। ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ির কাঁচ। পুলিশ কর্মীদের ওপরেও হামলা চালায় বলেও অভিযোগ।
আরও পড়ুন, ছিনতাইবাজদের কবলে স্কুলছাত্র, চোখে স্প্রে করে মোবাইল লুট
টোটো চালকের পাশাপাশি পুলিশ কর্মিদের উপরেও চড়াও হয় দুষ্কৃতিরা। এতে একজন এসআই ও দুই সিভিক ভলেন্টিয়ার জখম হন। ওই মুহুর্তে পুলিশকেও পিছু হটতে হয় ঘটনা স্থল থেকে। ওই খবর পেয়ে বিশাল পুলিশ নিয়ে ছুটে আসেন কোতোয়লি থানার আইসি অর্ঘ্য সরকার। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে শহরের কংগ্রেসপাড়া এলাকায়।