Dilip Ghosh: 'শুধু তৃণমূল নয়, বাম আমলেও চিরকুটে চাকরি', বিস্ফোরক দিলীপ
Dilip Attacks Left Front TMC on Recruitment Scam: দুর্নীতি নিয়ে সদ্য বাম আমলের মন্ত্রী বাবা কমল গুহকে কাঠগড়ায় তুলেছেন উদয়ন গুহ। এবার, দিলীপের নিশানায় তৃণমূলের পাশাপাশি, বামেরাও। কী বললেন তিনি ?
কলকাতা: নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দুর্নীতি (Corruption) নিয়ে সদ্য বাম আমলের মন্ত্রী বাবা কমল গুহকে কাঠগড়ায় তুলেছেন উদয়ন গুহ (Udayan Guha)। আর এমনই এক আবহে,বিজেপির নেতার আক্রমণের মুখে,এবার শাসকদলের পাশাপাশি, বামেরাও।
দিলীপ ঘোষ বলেন, 'শুধু তৃণমূলের আমলেই নয়, ৩৪ বছর বাম অপশাসনেও হাজার হাজার চাকরি হয়েছে চিরকুটের মাধ্যমে। বিধানসভায় শুধু আসন ভাগাভাগি নয়, চাকরিও ভাগ করে নিত বিভিন্ন বাম দলগুলি।' প্রসঙ্গত, রাজ্যে ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতির মহাসমুদ্রে একের পর এক শাসকদলের হেভিওয়েটদের নাম জড়িয়েছে। কলকাতায় টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তৃণমূলের বিরাট সমাবেশে এনিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। নিশানা করেছেন বামেদের।
Not only during the TMC era, but also during the 34-year Left misrule, thousands of jobs were given through chits. The various Left parties used to share not only seats in the assembly but also jobs. pic.twitter.com/jz5ic3Fp7P
— Dilip Ghosh (@DilipGhoshBJP) March 27, 2023
মমতা বলেছিলেন, 'আপনারা বলুন তো, কত ছেলে মেয়ে চাকরি পেয়েছে আমাদের আমলে ? সিপিএম তোমার আমলে, লিস্ট কোথায় ? আলমারি কোথায় ডকুমেন্ট কোথায় কারা চাকরি পেয়েছে পসা নিয়েছো , আর চাকরি দিয়েছো। তাই সিস্টেমটা ওরাই ভাল জানে। আজকে তৃণমূলকে বলছে চোর। আমি যদি আজ রাজনীতি না করতাম, আর এই চেয়ারে না থাকতাম, আমি আমার বোনেদের বলতাম, যারা এই মিথ্যে কথা রটনা করে, তাঁদের জিভগুলিকে টেনে খুলে দিতে।' তৃণমূল সুপ্রিমোর সংযোজন ছিল সেবার, 'স্কুল সার্ভিস মনে রাখবেন, স্কুল এবং কলেজ নিয়ে মাত্র ১০ বছরে আমরা ১ লক্ষ ৬৩ হাজার ৯৭০ টি চাকরি দিয়েছি।'
আরও পড়ুন, আজ পেট্রোল-ডিজেলের কী দাম আপনার শহরে ?
অপরদিকে, চলতি মাসে '১৯৯০ থেকে ২০১১ পর্যন্ত বাম আমলে কারা কারা শিক্ষক হিসেবে নিয়োগপত্র পেয়েছেন ?' নাম খুঁজে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে (Bratya Basu) তালিকা বানাতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কালীঘাটের বৈঠকে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'দুর্নীতি তদন্ত আদালতে বিচার চলছে, আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ করি না। সিপিএম-কংগ্রেস-বিজেপি একজোট হয়ে অপপ্রচার করছে। হাতে হাত মিলিয়েছে, কোনও চিন্তা করবেন না, হাতে হাত মিলিয়ে কাজ করুন।'