ফুলবাগানে বন্ধুর মায়ের ‘শ্লীলতাহানি’, অভিযুক্তের সন্ধান চালাচ্ছে পুলিশ
অভিযোগ, গালিগালাজ করার পর বন্ধুর মায়ের শ্লীলতাহানি করে বছর ত্রিশের ওই যুবক
![ফুলবাগানে বন্ধুর মায়ের ‘শ্লীলতাহানি’, অভিযুক্তের সন্ধান চালাচ্ছে পুলিশ Kolkata Phoolbagan A woman allegedly molested by son’s friend ফুলবাগানে বন্ধুর মায়ের ‘শ্লীলতাহানি’, অভিযুক্তের সন্ধান চালাচ্ছে পুলিশ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/07/9bb732a8d2daa861e1674f6e0fa4d0c7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: বন্ধুর মায়ের শ্লীলতাহানির অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। ফুলবাগান থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারিণীর দাবি, বৃহস্পতিবার ছেলের খোঁজে বাড়িতে আসে সুরজিৎ দাস। অভিযোগ, গালিগালাজ করার পর বন্ধুর মায়ের শ্লীলতাহানি করে বছর ত্রিশের ওই যুবক। অভিযোগকারিণীর ছেলের দাবি, বন্ধুর সঙ্গে সম্পর্ক ভাল থাকা সত্ত্বেও কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে ধন্দে রয়েছেন তিনি। অভিযুক্তের সন্ধান চালাচ্ছে ফুলবাগান থানার পুলিশ।
অভিযোগকারিনীর দাবি, ঘটনার দিন তাঁর ছেলে বাড়িতে ছিল না। সেই সময় বাড়িতে এসে তাঁকে গালাগালাজ করে। দরজা ধাক্কা দিয়ে খুলে অভিযুক্ত তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ করেছেন তিনি। কী কারণে এই ঘটনা ঘটল, তা তিনি বা তাঁর ছেলে কেউই বুঝে উঠতে পারছেন না। পুরো ঘটনায় পরিবার আতঙ্কে রয়েছে বলে তাঁরা জানিয়েছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)