![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Madan Mitra : যাত্রীদের অসুবিধে জানতে এবার বাস সফরে মদন মিত্র, উচ্ছ্বসিত যাত্রীরাও !
Madan Mitra In Bus : বাসযাত্রা কাজের খাতিরে। জানালেন প্রাক্তন পরিবহনমন্ত্রী। সম্প্রতি রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান হয়েছেন মদন মিত্র।
![Madan Mitra : যাত্রীদের অসুবিধে জানতে এবার বাস সফরে মদন মিত্র, উচ্ছ্বসিত যাত্রীরাও ! Madan Mitra Travels In Bus , Interacts With Passengers Madan Mitra : যাত্রীদের অসুবিধে জানতে এবার বাস সফরে মদন মিত্র, উচ্ছ্বসিত যাত্রীরাও !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/02/c755bcca686780987ec5313beef34306_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অনির্বাণ বিশ্বাস, কলকাতা : নানা রূপে মদন মিত্র। কখনও তিনি কালারফুল বয় (colourful Boy Madan)। গাইছেন, মাই নেম এম এম, আম আ কালারফুল বয় ! কখনও তাঁর গলায় রবীন্দ্র সঙ্গীত (Rabindra Sangeet)। গলায়, ফাগুন লেগেছে বনে বনে। কখনও আবার কীর্তনীয়া গেয়ে উঠছেন, হরি হরায় নমঃ কৃষ্ণ মাধবায় নমঃ। কখনও তিনি গরুর গাড়ি সওয়ারি, কখনও বিধায়কের গাড়িতে আর এবার তিনি বাসযাত্রী।
তবে এই বাসযাত্রা কাজের খাতিরে। জানালেন প্রাক্তন পরিবহনমন্ত্রী। সম্প্রতি রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান হয়েছেন মদন মিত্র। তাই যাত্রী স্বাচ্ছন্দ্য খতিয়ে দেখতে বুধবার দুপুরে যদুবাবুর বাজার থেকে তিনি ধর্মতলাগামী সরকারি বাসে ওঠেন। সুবিধা অসুবিধা নিয়ে খোঁজখবর নেন বাসযাত্রীদের কাছে।
আরও পড়ুন :
ওহ্ লাভলি নয় ! 'দিদি'র নির্দেশের পর মদনের গলায় এবার 'আকাশ ভরা সূর্য তারা'
প্রাক্তন পরিবহণমন্ত্রীকে সামনে পেয়ে যাত্রীরাও অভাব অভিযোগের কথা জানান। তিনি জানালেন, অনেকের সঙ্গে কথা বলেছেন। মোটের উপর যাত্রীরা সরকারি পরিবহণ নিয়ে খুশি। আরও কিছু বাস যদি নামানো যায়, সেটাই তাঁদের চাহিদা। তা তিনি খতিয়েও দেখবেন, কথা দিলেন। ধর্মতলায় টিপু সুলতান মসজিদের সামনে কামারহাটির তৃণমূল বিধায়ককে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে আসেন কয়েকজন যাত্রী। বাসের সংখ্যা বাড়ানো ও বেসরকারি বাসের ভাড়া কমানোর অনুরোধ জানান তাঁরা।
সব শুনে 'দিদির কালারফুল বয়' মদন মিত্র বলেন, আরও কিছু বাস নামানোর পরিকল্পনা রয়েছে। সিএনজির মতো বিকল্প শক্তির ব্যবহার বাড়াতে হবে। বাস স্ট্যান্ডে গিয়ে ধর্মতলা-বাগনান রুটের বাসযাত্রীদের সঙ্গেও কথা বলেন তিনি। রাজ্য পরিবহণ নিগমের চেয়ারম্যান জানান, বাসযাত্রীদের যে সব সুবিধা অসুবিধার কথা তিনি শুনলেন, তা নিয়ে পরিবহণ দফতরকে রিপোর্ট দেবেন।
দেখুন : নেতা-বিধায়ক-নায়ক থেকে গায়ক। এই হচ্ছেন মদন মিত্র। ওহ্ লাভলি হিট দেওয়ার পরে এবার তাঁর গলায় রবীন্দ্রসঙ্গীত।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)