নাতির পড়ার খরচ জমিয়েছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক, কেওয়াইসি আপডেটের নামে উধাও ৯১ হাজার টাকা
অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকের বড় ছেলের মৃত্যু হয়েছে। ৭ বছরের নাতি ও পুত্রবধূর ভরণপোষণের দায়িত্ব এসেছে তাঁর কাঁধে। পেনশন থেকে তিল তিল করে টাকা জমিয়েছিলেন নাতিকে স্কুলে ভর্তি করবেন বলে।
বেহালা: আবারও ব্যাঙ্ক প্রতারণার অভিযোগ। কেওয়াইসি আপডেট করার নামে এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয়েছে প্রায় ৯১ হাজার টাকা। ছেলের মৃত্যুর পর নাতির স্কুলের খরচ বাবদ ওই টাকাটা জমিয়েছিলেন তিনি। এখন কী করবেন, ভেবে পাচ্ছেন না। বেহালার পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেছেন ওই অবসরপ্রাপ্ত শিক্ষক।
এর আগেই বড় ছেলের মৃত্যু শোক সহ্য করতে হয়েছে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষককে। ৭ বছরের নাতি ও পুত্রবধূর ভরণপোষণের দায়িত্ব এসেছে তাঁর কাঁধে। পেনশন থেকে তিল তিল করে টাকা জমিয়েছিলেন নাতিকে নতুন স্কুলে ভর্তি করবেন বলে। কিন্তু সেই টাকাও প্রতারকদের খপ্পরে পড়ে গায়েব। অসহায় বৃদ্ধ ভেবেই পাচ্ছেন না এবার টাকার জোগাড় হবে কীভাবে?
পর্ণশ্রী থানা এলাকার অরবিন্দ পল্লির বাসিন্দা শুভেন্দুশেখর সরকার। বেহালা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের দাবি, নাতিকে স্কুলে ভর্তি করবেন বলে ৯১ হাজার টাকা জমিয়ে রেখেছিলেন ব্যাঙ্কে। ২ দিন আগে তাঁকে একজন ফোন করে KYC আপডেট করতে বলে।
একটি অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। অবসরপ্রাপ্ত ওই শিক্ষকের দাবি, 'অ্যাপ ডাউনলোড করার পর, ২ ঘণ্টা ধরে তাঁকে নানা কথায় ব্যস্ত রাখে প্রতারকরা। সেই ফাঁকে ৩টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হয় ৯১ হাজার টাকা।
অবসরপ্রাপ্ত শিক্ষক শুভেন্দুশেখর সরকার আরও জানিয়েছেন, 'ফোনে মেসেজ ঢুকতেই সম্বিৎ ফেরে! ব্যাঙ্কে গিয়ে খোঁজ নিতেই অবসরপ্রাপ্ত শিক্ষক বুঝতে পারেন, কী সর্বনাশ হয়েছে। পাসবুক আপডেট করে দেখেন, ৯১ হাজার টাকা গায়েব। ঘটনায় পর্ণশ্রী থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। '