Abhishek Banerjee Hospital Visit: মুকুলের স্ত্রীকে দেখতে হাসপাতালে অভিষেক
কথা হয়েছে মুকুল পুত্র শুভ্রাংশুর সঙ্গেও।
কলকাতা: বিজেপি নেতা তথা বিধায়ক মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক যখন হাসপাতালে পৌঁছন, সেখানে ছিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু রায়ও। তাঁর সঙ্গে অভিষেকের বেশ কিছুক্ষণ কথা হয়েছে। শুভ্রাংশুর সঙ্গে অভিষেক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন বলে খবর।
সূত্রের খবর, ঘনিষ্ঠমহলে শুভ্রাংশু জানিয়েন, অভিষেকের সৌজন্যে আপ্লুত হয়েছে মুকুল রায়ের পরিবার। বুধবার ওই হাসপাতালে ১৫ মিনিট ছিলেন অভিষেক বন্দোপাধ্যায়। পাথরপ্রতিমা, ধামাখালি হয়ে কলকাতায় ফিরেই তাঁকে দেখতে গেলেন অভিষেক।
করোনা সংক্রমিত হয়ে বেশ কিছু দিন ধরেই ই এম বাইপাস একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন মুকুলের স্ত্রী কৃষ্ণা রায়। হাসপাতাল সূত্রে খবর, কৃষ্ণা করোনা মুক্ত হয়ে গেলেও অন্যান্য শারীরিক জটিলতা থাকার কারণে তাঁকে এখন একমো সাপোর্টে রাখা হয়েছে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় আজ দুর্গত এলাকা পরিদর্শন করেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সফরসূচি অনুযায়ী, আজ সকালে মহেন্দ্রপুর হাইস্কুল মাঠে তাঁর হেলিকপ্টার নামে। তারপর তৃণমূল সাংসদ যান দেবীচকের ত্রাণ শিবিরে। সেখান থেকে রামগঙ্গা জেটিঘাট।
পাথরপ্রতিমার দেবীচকের ত্রাণ শিবিরে গিয়ে আশ্রিতদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমরা সরকারের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। কিন্তু সাধারণ মানুষ আমাদের পাশে না দাঁড়ালে আমরা এই বিপর্যয়ের সঙ্গে লড়াই করতে পারতাম না। মমতা বন্দ্যোপাধ্যায় সব মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেবেন।’
একসময়ে ভাল সম্পর্ক থাকলে বর্তমানে রাজনৈতিক মতবিরোধ রয়েছে মুকুল-অভিষেকের। কিন্তু পূর্ব পরিচিতির সূত্রে মুকুলের পরিবারকে নিয়ে উদ্বেগ এড়াতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাজ সেরে কলকাতা ফিরেই ছুটে গেলেন মুকুলের স্ত্রীকে দেখতে।
উল্লেখ্য, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শুভ্রাংশুর একটি পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। নির্বাচিত সরকারের সমালোচনা না করে আত্মসমীক্ষা করা দরকার বলে ফেসবুকে একটি পোস্ট করেন মুকুলপুত্র। শুভ্রাংশু তৃণমূলে ফিরে যেতে পারেন বলে জল্পনাও ছড়িছে। আর এই আবহে অভিষেক হাসপাতালে যাওয়ার বিষয়টি জল্পনা আরও উসকে দিয়েছে বলেই মত ওয়াকিবহাল মহলের।