![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Mamata Banerjee Press Conference : ''পুনর্গণনার নির্দেশ দিলে রিটার্নিং অফিসারের প্রাণ সংশয়'', নন্দীগ্রাম নিয়ে আদালতে যাবেন মমতা
''পুনর্গণনার নির্দেশ দিলে রিটার্নিং অফিসারের প্রাণ সংশয়'' ... ৮ ঘণ্টার মার্জিন শূন্য! নন্দীগ্রাম নিয়ে আদালতে যাবেন মমতা
![Mamata Banerjee Press Conference : ''পুনর্গণনার নির্দেশ দিলে রিটার্নিং অফিসারের প্রাণ সংশয়'', নন্দীগ্রাম নিয়ে আদালতে যাবেন মমতা WB Election 2021 TMC Mamata Banerjee Press Conference in Kalighat spoke on Nandigram EVM tampering, vaccination in state Mamata Banerjee Press Conference : ''পুনর্গণনার নির্দেশ দিলে রিটার্নিং অফিসারের প্রাণ সংশয়'', নন্দীগ্রাম নিয়ে আদালতে যাবেন মমতা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/03/91ef3ae86e98a02419a5704db6300d20_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা : নির্বাচনের ফল ঘোষণার পর আজ সাংবাদিকদের মুখোমুখি মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন আজই বৈঠক করে শপথগ্রহণ ও মন্ত্রিসভা গঠন নিয়ে সিদ্ধান্ত নেবে দল।বিকেল ৪ টেয় এই বৈঠক শুরু। সেই সঙ্গে তিনি ফের বিজেপির বিরুদ্ধে তৃণমূল কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ তুললেন। ছেড়ে কথা বললেন না কেন্দ্রীয় বাহিনী নিয়েও। বললেন, নির্বাচনে হার জিত আছেই। তবে বিজেপি অনেক অত্যাচার করেছে, কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করেছে। কিন্তু তিনি সকলকে শান্ত থাকার পরামর্শ দেন। বলেন, অভিযোগ থাকলে পুলিশকে জানান। সেই সঙ্গে তিনি চাঞ্চল্যকর অভিযোগ আনেন নন্দীগ্রামে ভোটগণনা নিয়ে।
সংবাদিক বৈঠকেই একটি এসএমএস পড়ে শোনান মুখ্যমন্ত্রী। বলেন, ‘একজনের কাছ থেকে এসএমএস পেয়েছি। নন্দীগ্রামের এক রিটার্নিং অফিসার জানান, তিনি যদি পুনর্গণনার নির্দেশ দেন, তাহলে প্রাণ সংশয় হতে পারে’ । তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, ‘নন্দীগ্রামে মেশিন পাল্টে দেওয়া হয়েছে, আরও অনেক কিছু করেছে’। এরপর তিনি আদালতে যাবেন । মুখ্যমন্ত্রী এও বলেন, ওই নির্দিষ্ট ইভিএম মেশিন যেন বিকৃত করা না হয়। তিনি বলেন, ‘নন্দীগ্রামে কীরকম ভোটগ্রহণ হচ্ছিল সবাই দেখেছে। দুজন পক্ষপাতদুষ্ট পর্যবেক্ষক সেখানে ছিল। তবে মানুষ গণতন্ত্রে বিশ্বাস করে, আদালতের ওপর ভরসা আছে। ’
তিনি বলেন , 'কী করে ৮ হাজারের উপর এগিয়ে থাকার মার্জিন এক নিমেষে শূন্য হয়ে যায় ? সার্ভার ডাউন করে রাখা হয়েছিল। না হলে সারা বাংলার এমন ফলাফল, আর নন্দীগ্রামে আলাদা ফল কীভাবে হয় ? '
রবিবার এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ টেলিফোনিক সাক্ষাত্কারেও তিনি একই অভিযোগ তোলেন। তিনি বলেন, '' বারবার ডাটা দিয়েও বদল করা হয়েছে। এর মধ্যে কিছু একটা গন্ডগোলের আভাস পাচ্ছে তাঁর দল। তাই নন্দীগ্রামে আরও একবার ভোট গণনা করা হোক, চাইছে তৃণমূল। সেই সঙ্গে তিনি জানালেন, যদিও যেখানে ২২১ টা আসন তাঁর দলের, শুধু নন্দীগ্রাম নিয়ে কিছু আসা যায় না। ''
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন না হেরেছেন তা নিয়ে ধোঁয়াশা কাটেনি সন্ধেতেও। সংবাদসংস্থা ANI একসময় জানিয়ে দেয় শুভেন্দু অধিকারীকে হারিয়ে নন্দীগ্রামে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১২০০ ভোটের ব্যবধানে। পরে সময় আর একটু গড়াতে জানা যায়, হেরে গিয়েছেন তিনি। ১৭৩৬ ভোটে। এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)