Weather Report: আরও ৩ ডিগ্রি উঠল পারদ, শীতের বিদায় আসন্ন
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন আরও বাড়বে তাপমাত্রা।
কলকাতা: শীতের বিদায় আসন্ন, তাই জানান দিচ্ছে আবহাওয়া। সকালে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। ৩ ডিগ্রি উঠল তাপমাত্রার পারদ। আজ, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮,২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন আরও বাড়বে তাপমাত্রা। জেলায় শীতের আমেজ আরও কিছুদিন থাকলেও সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা আরও বাড়তে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে। হাল্কা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ ও নদিয়ায়। তবে কুয়াশার কোনও সতর্কবার্তা নেই পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমের মতো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।