Loksabha Election Result 2024 Meme: চমক কমেছে ব্র্যান্ড 'মোদি'-র, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মিম, কী বলছেন ট্রোলাররা?
Loksabha Election Result: মিমের প্রিয় বিষয় হিসেবে সোশ্যাল মিডিয়ার প্রায় সর্বত্র শীর্ষে রয়েছেন নীতীশ কুমার। মহা গঠবন্ধনের জন্য নীতীশ কুমারই আসলে তুরুপের তাস। তাঁকে নিয়েই ভাইরাল অসংখ্য মিম।
Loksabha Election Result 2024 Meme: 'অব কি বার, ৪০০ পার'... লোকসভা ভোটের আগে এই স্লোগানই তুলেছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তবে ভোটের ফলাফল বেরোতেই দেখা গিয়েছে পাশা উল্টে গিয়েছে। ৪০০ তো দূরে থাক, এনডিএ সারা দেশে ৩০০- র কাছাকাছি আসন পেয়েছে। গণনা এখনও চলেছে। তাই আসন বাড়তে পারে এনডিএ- র। তবে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যম জুড়ে শুরু হয়ে গিয়েছে মিমের ছড়াছড়ি। বিজেপির স্লোগান, নরেন্দ্র মোদির বক্তব্য, এনডিএ- র পারফরম্যান্স সব নিয়েই ভাইরাল হয়েছে বিভিন্ন মজার ছবি, ভিডিও।
মিমের প্রিয় বিষয় হিসেবে সোশ্যাল মিডিয়ার প্রায় সর্বত্র শীর্ষে রয়েছেন নীতীশ কুমার। মহা গঠবন্ধনের জন্য নীতীশ কুমারই আসলে তুরুপের তাস। আমজনতার মধ্যে ইতিমধ্যেই এই ধারণা তৈরি হয়ে গিয়েছে যে এতক্ষণে নিশ্চিত নীতীশের কাছে ফোন চলে গিয়েছে মোদি এবং রাহুল গাঁধীর। আর সেই মর্মেই তৈরি হয়েছে একগুচ্ছ মিম। চলুন দেখে নেওয়া যাক।
फोन उठाओ भाई मजाक का टाइम नहीं है🤩 pic.twitter.com/JtCS0E8DCB
— Imraan Owaisi عمرآن (@ImraANmahmmadi) June 4, 2024
আর একটি মিমে শেয়ার করা হয়েছে চন্দ্রবাবু নাইডুকে সভামঞ্চে একপ্রকার হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদি। ভোটে জিততে মরিয়া মোদির যে সঙ্গীদের কতটা প্রয়োজন, এই ভিডিওতেই বোঝা গিয়েছে।
फोन उठाओ भाई मजाक का टाइम नहीं है🤩 pic.twitter.com/JtCS0E8DCB
— Imraan Owaisi عمرآن (@ImraANmahmmadi) June 4, 2024
এবছরের লোকসভা ভোটের ফলাফল সম্পর্কে এক্সিট পোল যা সম্ভাবনা দিয়েছিল, তা অনেকাংশেই মেলেনি। বিজেপি-র ফলাফল দেখে অবাক অনেকেই। আর সেই প্রসঙ্গে ভাইরাল রয়েছে সম্প্রতি রিলিজ হওয়া 'পঞ্চায়েত' ওয়েব সিরিজের একটি দৃশ্য। যে টানটান লড়াই হয়েছে, সেই দৃশ্য দেখার জন্য সঙ্গে এক কাপ চা থাকলে মন্দ নয়। ভাইরাল হওয়া মিমেও সেই কথাই বলা হয়েছে।
Mein aur mere Pitaji election results dekhte hue#ElectionsResults pic.twitter.com/c9qRJDyiYE
— Desi Bhayo (@desi_bhayo88) June 4, 2024
লোকসভা ভোট ২০২৪- এর ফলাফলে নজর কেড়েছে ইন্দোর লোকসভা কেন্দ্র। বিজেপি প্রার্থী শঙ্কর লালওয়ানি জিতেছেন ১২ লক্ষ ২৬ হাজার ৭৫১ ভোটে। এর পাশাপাশি ইন্দোরে 'নোটা'- তে ভোট পড়েছে ২ লক্ষ ১৮ হাজার ৬৭৪ ভোট পড়েছে। সেই প্রসঙ্গেও ভাইরাল হয়েছে মিম। দেখে নিন কী বলছেন ট্রোলাররা
উত্তরপ্রদেশে বিজেপির ফলাফল একেবারেই আশানুরূপ নয়। সেই প্রসঙ্গে মিম ভাইরাল হয়েছে। তুলনা টানা হয়েছে এস এস রাজামৌলির ছবি 'বাহুবলী'-র। সেই বিখ্যাত দৃশ্য যেখানে কাটাপ্পা বাহুবলীর পিঠে তরোয়াল বসিয়েছিলেন, সেই দৃশ্য ভাইরাল হয়েছে।
Even Ram Mandir can't help BJP in UP. Shame on those hindu's in UP.
— 𝕏 (@ImAryanSoni) June 4, 2024
Dimple bhabhi >>>>>>> Ram Mandir #ElectionsResults #400Paar pic.twitter.com/8p0WEdlUmV
দেখে নেওয়া যাক নীতীশ কুমারকে নিয়ে ভাইরাল হওয়া আরও কিছু মিম
बीजेपी की सबसे बडी चिंता#लोकसभा_आमचुनाव_2024#ElectionsResults pic.twitter.com/8T099fYw73
— Harshit Chaubey (@Chaubey_Ha0612) June 4, 2024
बीजेपी की सबसे बडी चिंता#लोकसभा_आमचुनाव_2024#ElectionsResults pic.twitter.com/8T099fYw73
— Harshit Chaubey (@Chaubey_Ha0612) June 4, 2024
#NitishKumar #ElectionResults pic.twitter.com/XErG3SYU3x
— mememandir (@mememandir) June 4, 2024
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
তথ্যসূত্র- সোশ্যাল মিডিয়া