Maha Kumbh Stampede : 'বাচ্চা আছে, বাঁচান, ধাক্কা দিতে দিতে হাসছিল ওরা', মহাকুম্ভের ভয়াবহ মুহূর্তের কথায় পুণ্যার্থী
Prayagraj Mahakumbh Stampede হঠাৎই পড়ে যায় হুড়োহুড়ি। আর তখনই পদপিষ্ট হন বহু মানুষ। সূত্রের খবর, পায়ের নিচে পিষে মৃত্যু হয়ে থাকতে পারে অন্তত ১০ জনের।

প্রয়াগরাজ: মহাকুম্ভে মর্মান্তিক দুর্ঘটনায় বহু-মৃত্যুর আশঙ্কা করছে প্রত্যক্ষদর্শীরা। উৎসবমুখর প্রয়াগরাজে আতঙ্কের মেঘ। প্রিয়জন কোথায় গেল? আছে তো কোথাও ? সিঁদুরে মেঘ দেখছেন ভিড়ের চাপে বিচ্ছিন্ন হয়ে পড়া পরিবারের মানুষগুলো। গভীর রাতে ছিল মৌনি অমাবস্যায় স্নানের ভাল সময় । স্নান শুরুর আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
সে এক বিভীষিকা। প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথায় উঠে এল গা-শিউরে ওঠা ছবি। তখন রাত ১ টা থেকে ২ টো। সঙ্গমের কাছে ভিড়ের চাপে ভেঙে যায় ব্যারিকেড। মানুষ তখন দিশাহীন ভাবে এগোচ্ছে স্রোতের মতো। একেবারে উত্তাল ঢেউয়ের গতিতে।কে-কোনদিকে যাবেন, দিকনির্দেশ ছিল না। আর তাই হঠাৎই পড়ে যায় হুড়োহুড়ি। আর তখনই পদপিষ্ট হন বহু মানুষ। সূত্রের খবর, পায়ের নিচে পিষে মৃত্যু হয়ে থাকতে পারে অন্তত ১০ জনের।
কোটি কোটি মানুষ স্নান করে ফেলেছেন ১ দিনেই। ব্যবস্থাও ছিল ভিড় সামলানোর, দাবি প্রশাসনের। তাহলে এমনটা ঘটল কীভাবে। একেকজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য একেক রকম। কেউ জানাচ্ছেন, স্নানের সময়ের আগে, পথে শুয়ে থাকা পুন্যার্থীদের ডেকে তোলে পুলিশ ! বলে, 'স্নানের সময় হয়ে গিয়েছে'। আর তখনই মানুষ একসঙ্গে উঠে পড়ে দিশাহীন ভাবে ঠ্যালাঠেলি শুরু করে , আর তার থেকেই এই দুর্ঘটনা।
কেউ আবার বলছেন, ত্রিবেণী সঙ্গমের দিকে কাতারে কাতারে মানুষ এগোচ্ছিলেন। তখন নাকি তাঁদের আটকানো হয়। তখন তারা বাধা না মেনেই এগিয়ো যেতে চান আর তাতেই ঘটে যায় বিপত্তি।
কর্ণাটকের সরোজিনী বললেন, এসেছিলেন ৬০ জনের দলে। ভিড়ের চাপে পড়ে গিয়েছিলেন। একে অপরের উপর।তাতেও তোয়াক্কা করেননি, বাকিরা। হুড়মুড় করে এগোতে শুরু করেন তাঁরা। তাতেই পদপিষ্ট হন অনেকে।
হাসপাতালের সামনে উৎকণ্ঠায় ভরা মুখের ভিড়। কারও মা ভর্তি, কারও স্ত্রী, কারও সন্তান। পুণ্যস্নানে গিয়ে গুরুতর আহত হয়েছে শিশু, ডুকরে ডুকরে কেঁদে উঠছেন মা। জানালেন, ঘটনার সময় বিশৃঙ্খলায় শিশুটি ছিটকে পড়ে যায়। তিনি বলেন, কোথাও যাওয়ার জায়গা ছিল না। কিছু লোক তাঁদের ক্রমাগত ধাক্কা দিতে থাকে। প্রবল চা রাখা সম্ভব হচ্ছিল না। 'হাত জোর করছি। চাপ দেবেন না। বাচ্চা আছে। পিষে যাবে'। কে কার কথা শোনে ! 'ধাক্কা দিয়ে এগিয়ে আসা লোকগুলো আমার আর্তি শুনে হাসছিল'।
মহাকুম্ভের দুর্ঘটনায় আহত হয়েছেন শতাধিক। দুর্ঘটনাস্থলে ঢুকছে একের পর এক অ্যাম্বুল্যান্স। সকাল ১০ টা অবধি ত্রিবেণী সঙ্গমে কাউকে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে। ভিড় সামলাতে বাতিল কুম্ভ স্পেশাল ট্রেন। দুর্ঘটনার পর উদ্ধারে নামা আধাসেনার সঙ্গে যোগ দিয়েছেন NSG কমান্ডোরাও। ভিড় সামলাতে কোথায় ত্রুটি, দোষী আধিকারিকদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে, জানাল উত্তরপ্রদেশ প্রশাসন।
আরও পড়ুন :






















