এক্সপ্লোর
Advertisement
ছাইয়া ছাইয়া-র রিমেক হোক, চান না মালাইকা
তবে মালাইকা যে রিমিক্সের বিরুদ্ধে এমনটা নয়। তাঁর মতে, কিছু রিমিক্স দুর্দান্ত হয়েছে, আজকের যুগের সঙ্গে সঙ্গতি রেখে, ছেলেমেয়েদের রুচি বুঝে।
মুম্বই: ট্রেনের মাথায় সেই ছাইয়া ছাইয়া নাচে তাঁকে চিনেছিল বলিউড। কিন্তু মালাইকা অরোরা চান না, তাঁকে বিখ্যাত করে তোলা গানটির রিমিক্স হোক। তাঁর মতে, ছাইয়া ছাইয়া প্রবাদপ্রতিম গান, যেমন আছে তেমনই থাক।
ছাইয়া ছাইয়া-য় সুর দেন এ আর রহমান। গানটি করেন সুখবিন্দর সিংহ ও স্বপ্না অবস্থি। মণিরত্নমের দিল সে-র এই গান অন্যতম অল টাইম হিট। চলন্ত ট্রেনের ছাদে এই গানের তালে নাচেন মালাইকা ও শাহরুখ খান, মুহূর্তে গানটি বাম্পার হিট হয়। একটি ডান্স রিয়্যালিটি শো-তে মালাইকা ফের করেন এই নাচ। পরে বলেন, ছাইয়া ছাইয়া হলে আপনাকে উঠে পড়ে নাচতে হবেই। এটা প্রবাদপ্রতিম গান। যখন গানের শ্যুটিং চলছি, গীতা কপূর ফারহা খানের সহযোগী ছিলেন। আমি টেরেন্স লুইসের কাছে শিখতাম, গীতা নাচে সাহায্য করতেন। সকলের মনে হল, চল, এটা করা যাক।
কিন্তু ছাইয়া ছাইয়া-র রিমেকের দরকার নেই, স্পষ্ট কথা মালাইকার। তিনি বলেছেন, আজকের যুগ রিমিক্সের যুগ। কিন্তু আমি মনে করি, কিছু গানকে ছোঁয়া যায় না। এখনও পর্যন্ত এমন ৫-১০টা গান হয়েছে নিশ্চয়ই। ছাইয়া ছাইয়া এমনই গান। এর রিমিক্সের দরকার নেই, যেমন আছে তেমনই থাকুক।
তবে মালাইকা যে রিমিক্সের বিরুদ্ধে এমনটা নয়। তাঁর মতে, কিছু রিমিক্স দুর্দান্ত হয়েছে, আজকের যুগের সঙ্গে সঙ্গতি রেখে, ছেলেমেয়েদের রুচি বুঝে। কিন্তু আইকনিক ছবি দ্য গডফাদার বা মাদার ইন্ডিয়া-র মত কিছু জিনিস নাই বা তৈরি হল নতুন করে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement