Guwahati Fire: গুয়াহাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে খাক ১০০-র বেশি ঘর, সিলিন্ডার ফেটেই বিপত্তি
Massive Fire: জানা গিয়েছে, গুয়াহাটির ফতাসিল আম্বারি এলাকায় একটি বস্তিতে ১০০-র বেশি ঘর পুড়ে খাক হয়ে গিয়েছে। সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছেছে ২০টিরও বেশি দমকলের ইঞ্জিন।

গুয়াহাটি: ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে গুয়াহাটিতে (Guwahati Fire)। জানা গিয়েছে, গুয়াহাটির ফতাসিল আম্বারি এলাকায় একটি বস্তিতে ১০০-র বেশি ঘর পুড়ে খাক হয়ে গিয়েছে। সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছেছে ২০টিরও বেশি দমকলের (Fire Brigade) ইঞ্জিন। এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনও আহত বা নিহতের খবর পাওয়া যায়নি বলেই জানিয়েছেন দমকল আধিকারিকরা। কীভাবে এই বিধ্বংসী আগুন লেগেছে সেই প্রসঙ্গে দমকল আধিকারিকরা জানিয়েছেন, একের পর এক এলপিজি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণের কারণেই এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বস্তি এলাকায় খুবই ঘিঞ্জি ভাবে পাশাপাশি একাধিক ঘর থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে বলে অনুমান করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনাস্থলে বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, দাউদাউ করে জ্বলছে শয়ে শয়ে বাড়ি। আগুনের লেলিহান শিখা একের পর এক বাড়িতে গ্রাস করছে।
Assam | Several houses were gutted in a massive fire that broke out in a slum colony in Fatasil Ambari area of Guwahati today. Firefighters brought the situation under control.
— ANI (@ANI) December 9, 2022
According to local police, no report of any casualty in the fire incident. pic.twitter.com/NZ2f6sxdow
কতগুলি এলিপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। আগুন লাগার অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও ঘটনাস্থল পরিদর্শন করে খতিয়ে দেখছেন দমকল আধিকারিকরা। তার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে আনারও চেষ্টা করছেন দমকল কর্মীরা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইতিমধ্যেই সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন যাতে তারা উপযুক্ত ব্যবস্থা নেন। যাঁরা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের থাকার আশ্রয় এবং খাবারের বন্দোবস্ত করার কথা বলেছেন তিনি। গুয়াহাটির পুলিশ কমিশনার ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ঘটনাস্থলে। এর পাশাপাশি খবর, অন্তত দু'জন মন্ত্রীও ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।
Visited Fatasil Ambari in Guwahati along with my cabinet colleague Shri @jayanta_malla, where a devastating fire has engulfed the area due to multiple cylinder blast.
— Ashok Singhal (@TheAshokSinghal) December 9, 2022
We are coordinating with the administration to provide necessary support & assistance to the people affected. pic.twitter.com/iCSQzqUhuE
আরও পড়ুন- মধ্যরাতে উপকূল অতিক্রম, ঘূর্ণিঝড় মান্দাসের কারণে ১৬টি উড়ান বাতিল চেন্নাই বিমানবন্দরে






















