এক্সপ্লোর
কাশ্মীরে সব ল্যান্ডলাইন ফের চালু, খোলা স্কুল, স্বাস্থ্য পরিষেবা প্রতিষ্ঠান, ব্যাঙ্ক, এটিএম, জানাল কেন্দ্র
স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, মৌলিক চাহিদা মেটানোর সামগ্রী সরবরাহ সচল রয়েছে। এব্যাপারে আশঙ্কা দূর করে সরকার জানিয়েছে, পর্যাপ্ত পেট্রলিয়াম পণ্যসামগ্রী ও খাদ্যশস্য রয়েছে। ৬ আগস্ট থেকে মালপত্র নিয়ে ৪২৬০০-র বেশি ট্রাক যাতায়াত করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রায় ৭৫ শতাংশ শিক্ষক হাজিরা দিয়েছেন।

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ রদ করে প্রত্যাহারের এক মাসের বেশি কেটে যাওয়ার পর কেন্দ্রের তরফে দাবি করা হল, রাজ্যের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথে। বিধিনিষেধ শিথিল করার সঙ্গে সঙ্গে ছবিটা বদলাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেখানকার অবস্থা নিয়ে বুধবার যে সর্বশেষ আপডেট দিয়েছে, সেই অনুসারে সব ল্যান্ডলাইন সংযোগ ফের চালু করা হয়েছে। স্কুল, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র পুরোদমে চলছে। সব ব্যাঙ্ক, এটিএম সচল। জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক থেকে ১ কোটি ৮ লক্ষ টাকার বেশি অর্থ তোলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক তথ্য দিয়েছে, ৫১০৮৭০টি আউটডোর পেশেন্ট বিভাগ চালু রয়েছে, ১৫,১৫৭টি সার্জারি হয়েছে। সব স্বাস্থ্য পরিষেবা দেওয়া প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম হচ্ছে। কুপওয়ারায় পোস্টপেড মোবাইল পরিষেবা ফের চালু হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। মৌলিক চাহিদা মেটানোর সামগ্রী সরবরাহ সচল রয়েছে। এব্যাপারে আশঙ্কা দূর করে সরকার জানিয়েছে, পর্যাপ্ত পেট্রলিয়াম পণ্যসামগ্রী ও খাদ্যশস্য রয়েছে। ৬ আগস্ট থেকে মালপত্র নিয়ে ৪২৬০০-র বেশি ট্রাক যাতায়াত করেছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রায় ৭৫ শতাংশ শিক্ষক হাজিরা দিয়েছেন। কিন্তু পড়ুয়াদের উপস্থিতির হার কম। বুধবার কাশ্মীরের অধিকাংশ এলাকা থেকেই বিধিনিষেধ উঠে যায়। শ্রীনগরের কিছু এলাকায় বেসরকারি যানবাহনের চলাচল ছিল গত কয়েকদিনের তুলনায় অনেকটাই বেশি। যা থেকে যানজট পর্যন্ত হয়। তবে সরকারি পরিবহণ সচল ছিল না। কিছু অটোও চলাচল করেছে। গতকালই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদে ভারত জানিয়ে দিয়েছে, জম্মু ও কাশ্মীরে সাম্প্রতিক পদক্ষেপ করা হয়েছে তার সংবিধানের চৌহদ্দির মধ্যেই এবং সেগুলি জম্মু-কাশ্মীর ও লাদাখের জন্য স্থির হওয়া উন্নয়নমূলক পদক্ষেপগুলির রূপায়ণ সুনিশ্চিত করবে। জম্মু ও কাশ্মীর প্রশাসন মৌলিক পরিষেবা, সামগ্রী সরবরাহ, প্রতিষ্ঠানগুলির স্বাভাবিক কাজকর্ম ও যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত করছে। বিদেশমন্ত্রকের সচিব (পূর্ব) বিজয় ঠাকুর সিংহ পাকিস্তানের কাশ্মীর সংক্রান্ত যাবতীয় অভিযোগকে ‘কুত্সা প্রচার’ বলে খারিজ করে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার সূচনা করা হয়েছে। বিধিনিষেধ, নিয়্ন্ত্রণ ধীরে ধীরে উঠছে। সীমান্তের ওপারের মদতপুষ্ট সন্ত্রাসের স্পষ্ট বিপদ, হুমকির মুখে আমাদের নাগরিকদের নিরাপত্তা, সুরক্ষা নিশ্চিত করতে সাময়িক কিছু নিষেধাজ্ঞা, আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিতে হয়েছে। পরদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সেখানে স্বাভাবিক পরিস্থিতির ছবি তুলে ধরার চেষ্টা করল। সোমবারই রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনার মিশেল বেচেলেট জম্মু ও কাশ্মীরে রাজনৈতিক নেতাদের আটক রাখা ও যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত সরকারকে আবেদন করেন, মানবাধিকার রক্ষা হবে, সুনিশ্চিত করা হোক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















