এক্সপ্লোর
Advertisement
রাণা ডাগ্গুবাতির নববধূ মিহিকা বাজাজের বিয়ের লেহঙ্গা তৈরি করতে কত সময় লেগেছে জানেন? ১০,০০০ ঘণ্টা
অনামিকা বলেছেন, মিহিকা ও তাঁর মা বান্টি বাজাজ উভয়েরই দুর্দান্ত রুচিবোধ। বিয়েতে সম্পূর্ণ অন্যরকম কিছু পরতে চেয়েছিলেন তাঁরা।
হায়দরাবাদ: বাহুবলী-র বল্লালদেব রাণা দাগ্গুবাতি শনিবার বিয়ে করেছেন শিল্পপতি মিহিকা বাজাজকে। বিয়েতে মিহিকা পরেছিলেন ক্রিম ও সোনালি রঙের লেহঙ্গা, তৈরি করেছেন ডিজাইনার অনামিকা খান্না। উল্টোদিকে রাণা পরেন অফ হোয়াইট ধুতি-কুর্তা।
অনামিকা জানিয়েছেন, জারদৌসির এই লেহঙ্গা তৈরি করতে লেগেছে প্রায় ১০,০০০ ঘণ্টা। ওড়না তৈরি হয়েছে প্রবাল দিয়ে। লেহঙ্গাটির উপাদান হল শ্রেষ্ঠ মানের চিকনকারি আর সোনার কাজ। ওড়নাতেও সোনা রয়েছে। অনামিকা বলেছেন, মিহিকা ও তাঁর মা বান্টি বাজাজ উভয়েরই দুর্দান্ত রুচিবোধ। বিয়েতে সম্পূর্ণ অন্যরকম কিছু পরতে চেয়েছিলেন তাঁরা।
করোনা পরিস্থিতিতে হয়েছে বিয়ে। তাই সোশ্যাল ডিসট্যান্সিং পালন করতে মাত্র ৩০ জনকে আমন্ত্রণ করেন রাণা-মিহিকা।
আশীর্বাদ অনুষ্ঠানে মিহিকা পরেছিলেন মা বান্টির বিয়ের লাল ও ধূসর লেহঙ্গা।
গায়ে হলুদের দিন হলুদ-সবুজ লেহঙ্গা। সঙ্গে অসামান্য ঝিনুকের গয়না।
মেহন্দিতে গোলাপি রঙের হাতে তৈরি এমব্রয়ডারি করা জ্যাকেট আর লেহঙ্গা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement