Adar Poonawalla Y category security: আদর পুনাওয়ালাকে ওয়াই-ক্যাটাগরি নিরাপত্তা কেন্দ্রের
কেন এই নিরাপত্তা?
নয়াদিল্লি: সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালাকে ওয়াই-ক্যাটাগরি নিরাপত্তা দিল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আজ এই নিরাপত্তা দিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, আদর পুনওয়ালার নিরাপত্তার দায়িত্বে থাকবে সিআরপিএফ।
কেন এই নিরাপত্তা? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হচ্ছিলেন আদর পুনওয়ালা।
সমালোচনার মুখে কোভিশিল্ডের দাম কমাল সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়া। রাজ্যগুলির কাছে ৪০০ টাকার পরিবর্তে ৩০০ টাকা করে নেওয়া হবে প্রতি ডোজে। এই পরিস্থিতিতে সিরাম জানায়, তারা কেন্দ্রকে ১৫০ টাকায় প্রতি ডোজ বিক্রি করবে। কিন্তু, রাজ্যগুলির কাছে ৪০০ টাকা এবং বেসরকারি হাসপাতালগুলির কাছে ৬০০ টাকা করে নেওয়া হবে। অন্যদিকে ভারত বায়োটেকের তরফে দাম ঠিক করা হয় যথাক্রমে ৬০০ এবং ১২০০ টাকা করে।
টুইটারে জানালেন সিরাম ইনস্টিটিউটের সিইও আদার পুনাওয়ালা। টুইটারে তিনি লেখেন, সিরাম ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার জনহিতৈষী কাজের অঙ্গ হিসাবে রাজ্যগুলির জন্য প্রতি ডোজের দাম ৪০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হচ্ছে। এখন থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে, হাজার হাজার কোটি টাকার তহবিল বাঁচবে। টিকাকরণ বাড়বে এবং অসংখ্য মানুষের প্রাণ রক্ষা পাবে।
ভারতে ভয়ঙ্কর করোনা। দৈনিক আক্রান্তের সংখ্যায় বিশ্বে সর্বকালীন রেকর্ড। একদিনে মৃত্যুর সংখ্যাও ৩ হাজার পেরিয়ে ছাপিয়ে গেল আগের সব পরিসংখ্যান। দেশে মোট মৃত্যুর সংখ্যাও ২ লক্ষ ছাড়িয়ে গেল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬০ হাজার ৯৬০ জন। মঙ্গলবার একদিনে আক্রান্তের সংখ্যা ছিল ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪। আর সোমবার দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ৩ লক্ষ ৫২ হাজার ৯৯১। দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৯৩ জনের মৃত্যু হয়েছে, যা এখনও পর্যন্ত রেকর্ড। মঙ্গলবার দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৭৭১ । সোমবার একদিনে মৃত্যু হয়েছিল ২ হাজার ৮৮২ জনের।