Narendra Modi: আমি নিজের স্বার্থের জন্য ক্ষমতায় আসতে চাইছি না, দেশের স্বপ্ন পূরণ করতে চাই, জানালেন মোদি
Modi on Lok Sabha Election 2024: তিনি বলেন, 'সরকারে বিজেপির ফিরে আসা সবথেকে জরুরি
নয়া দিল্লি: বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক আজ। আসন্ন লোকসভা নির্বাচন থেকে সন্দেশখালি, কর্মসূচী- সব নিয়েই এদিন বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি। এদিন বিজেপির জাতীয় কর্মসূচী থেকে মোদি বলেন, 'পরবর্তী ১০০ দিন নতুন উদ্যমে কাজ করতে হবে। ক্ষমতায় থাকাকালীনও বিজেপি কর্মীরা মানুষের জন্য এত কাজ করেন শুনে বিস্মিত হয়েছি'।
এদিন বিজেপির কাজের খতিয়ান দিয়ে মোদির মন্তব্য, 'ভারত আজ সব ক্ষেত্রে বিজয় লাভ করেছে। দেশ এখন ছোট স্বপ্ন দেখে না, ছোট সঙ্কল্পও করে না। আমাদের সবার স্বপ্ন ভারতকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলা। আগামী ৫ বছরে আমরা সেই লক্ষ্যে কাজ করব'।
এরপরই মোদির মুখে শোনা যায় আগামী দিনের 'রোডম্যাপে'র কথা। তিনি বলেন, 'সরকারে বিজেপির ফিরে আসা সবথেকে জরুরি। এনডিএ ৪০০ আসন দখল করতে হলে বিজেপিকে ৩৭০ আসন পেতে হবে। দেশ জানে, ১০ বছরের কলঙ্কহীন শাসনকালে ২৫ কোটি মানুষ দারিদ্রসীমার বাইরে এসেছে। আমি নিজের স্বার্থের জন্য ক্ষমতায় আসতে চাইছি না। কোটি কোটি মানুষের স্বপ্নই মোদির সঙ্কল্প।'
পাশাপাশি তিনি এও বলেন, 'পিছিয়ে পড়া মানুষের জন্য একের পর এক প্রকল্প করেছি। আমি দেশের প্রথম প্রধানমন্ত্রী, যে শৌচালয়ের মতো বিষয় লাল কেল্লার বক্তৃতায় তুলে এনেছে। আমি প্রথম প্রধানমন্ত্রী, যে লাল কেল্লা থেকে মহিলাদের উপর অত্যাচার নিয়ে সরব হয়েছি। আমরা ২৫ কোটি মহিলার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিয়েছি। ১ কোটি মহিলাকে লাখপতি দিদি তৈরি করেছি'।
আর কী কী বললেন মোদি?
- রামমন্দিরের নির্মাণ করে ৫০০ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়েছি
- ৭ দশক পর কর্তারপুর করিডরের দরজা খুলেছি
- ৩ দশক পর দেশ রাষ্ট্রীয় শিক্ষা নীতি পেয়েছে
- ৩ তালাকের বিরুদ্ধে কঠোর আইন আনার সাহস আমরা দেখিয়েছি
- ৭ দশক পর ৩৭০ ধারা রদ করেছি আমরা
- বিরোধীরা আমাদের প্রকল্পর কথা স্বীকার না করলেও মিথ্যে প্রতিশ্রুতি দিতে সিদ্ধহস্ত
- আমাদের প্রতিশ্রতি, উন্নত ভারত তৈরি করা
- ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করার জন্য কাজ করছি
- তৃতীয়বার সরকার গঠন করে ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করব
- ভারতের ১ বিলিয়ন ডলারের অর্থনীতি তৈরি হতে ৬০ বছর লেগেছে
- গত ১০ বছরে ভারত ১১ নম্বর থেকে ৫ নম্বরে পৌঁছে গেছে
- আধুনিক দেশ কেমন হবে, তা নিয়ে ১৫ লক্ষ মানুষ নিজেদের মতামত দিয়েছেন
- যুব সমাজ ভারতকে উন্নত দেশ হিসেবে গঠন করার জন্য রোডম্যাপ তৈরি করছে
- উন্নত ভারতের ভবিষ্যত ভাগ্যের ভরসায় হবে না
- অন্য দেশের উপর ভরসা কমিয়ে আনা হচ্ছে
আরও পড়ুন, ভোটের আগে আধার বাতিল? অভিযোগ মমতার, প্রয়োজনে বিকল্প ব্যবস্থার ঘোষণা