এক্সপ্লোর

Narendra Modi: INDIA-কে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা মোদির, ‘দেশের ইতিহাসই জানেন না, ভয় পেয়েছেন’, পাল্টা বিরোধীরা

INDIA: দেশের নামে জোটের নাম রাখার সিদ্ধান্তকে নিশানা করতে গিয়ে, বিরোধীদের মুজাহিদিন, PFI-এর সঙ্গে তুলনা করেছেন মোদি।

নয়াদিল্লি: মণিপুর হিংসা নিয়ে লাগাতার চতুর্থ দিন উত্তাল সংসদ। সেই অবস্থায় বিরোধীদের জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তুলনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে যে বিজেপি বিরোধী জোট গড়ে উঠেছে, তার নাম রাখা হয়েছে INDIA. দেশের নামে জোটের নাম রাখার সিদ্ধান্তকে নিশানা করতে গিয়ে, বিরোধীদের মুজাহিদিন, PFI-এর সঙ্গে তুলনা করেছেন মোদি (Narendra Modi)। তাতে তীব্র প্রতিক্রিয়া জানালেন বিরোধী শিবিরের সাংসদ-নেতারা (Opposition Alliance)। 

মঙ্গলবার বিজেপি সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে বিরোধী জোটকে নিশানা করে এমন মন্তব্য করেন মোদি (Parliament Monsoon Session)। তাঁকে উদ্ধৃত করে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, "ইন্ডিয়ান মুজাহিদিন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার মতো জঙ্গি সংগঠনেও INDIA রয়েছে। সেখান থেকেই নাম ধার করেছে বিরোধী শিবির। বিরোধীদের জোট দিশাহীন। এমন দিশাহীন বিরোধী জোট আগে দেখিনি।" 

মোদিকে উদ্ধৃচ করে রবিশঙ্কর আরও বলেন, "INDIA নাম রেখে নিজেদের প্রশংসা করে ওরা। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইন্ডিয়ান মুজাহিদিন, পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া-ও INDIA শব্দের ব্যবহার করে। INDIA নাম ব্যবহার করলেই হয় না। দেশের নাম ব্যবহার করে বিভ্রান্ত করা যায় না মানুষকে। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিষ্ঠাতা বিদেশি নাগরিক ছিলেন।"

আরও পড়ুন: Narendra Modi: INDIA-কে জঙ্গি গোষ্ঠীর সঙ্গে তুলনা মোদির, ‘দেশের ইতিহাসই জানেন না, ভয় পেয়েছেন’, পাল্টা বিরোধীরা

মোদির এই মন্তব্য সামনে আসতেই প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন বিরোধী শিবিরের নেতানেত্রী এবং সাংসদরা। সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন বলেন, "চেয়ারকে সম্মান করি। তাই প্রধানমন্ত্রী সম্পর্কে কিছু বলতে চাই না। কিন্তু ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রীর সব ভাষণ যদি শুনি আমরা, তাহলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।" তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্য়োপাধ্যায়ের বক্তব্য, "বোঝা যাচ্ছে, নরেন্দ্র মোদি ভয় পেয়ে গিয়েছেন। এই জোট কাজ করতে শুরু করেছে। সংগঠিত ভাবে, পরিকল্পিত চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছে। সেটা যে কাজ করছে, বুঝতে পারছেন, বুঝতে পারছেন সময় হয়ে এসেছে। তাই এসব উল্টোপাল্টা মন্তব্য করছেন।"

কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, "কংগ্রেসের মতো একটা দীর্ঘদিনের প্রতিষ্ঠান, যা ১৩৮ বছর অতিক্রম করেছে, তখনও জন্মই হয়নি বিজেপি-র। বিজেপি কখনও ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেনি, জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধেও লড়াই করেনি...মোদি ভুলে যাচ্ছেন জঙ্গিদের বিরুদ্ধে লড়তে গিয়ে প্রাণ দিয়েছেন ইন্দিরা গাঁধী, রাহুল গাঁধী। তাঁদের কে জঙ্গিদের বিরুদ্ধে লড়তে গিয়ে প্রাণ দিয়েছেন? একটা মণিপুর নিয়ে উত্তর দিতে পর্যন্ত ভয় পাচ্ছেন। তাই কী বললেন, তাতে আমাদের কিছু যায় আসে না।"

সিপিএম সংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্যের কথায়, "দুর্ভাগ্যজনক বিষয় যে ভারতের প্রধানমন্ত্রী নিজের দেশের ইতিহাস জানেন না। জানেন না দেশের ব্যাপক সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার ভাবনার প্রতিফলন। তিনি তাঁর সন্ত্রাসবাদী যে মানসিকতা, তারই প্রকাশ ঘটালেন। বৃহত্তর রাজনৈতিক সম্মেলনকে সন্ত্রাসবাদী, মুজাহিদিন বলছেন। প্রমাণ হয়, বিজেপি এবং মোদি সাধারণ মানুষের ঐক্যকে ভয় পাচ্ছেন তাই সবের মধ্যে সন্ত্রাস দেখছেন।"

যদিও মোদির মন্তব্যে গলদ কিছু পাচ্ছেন না বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, "আমরা তো চেয়েছি ওরা এক হয়ে যাক! দেশের মানুষ জানুন, কে দেশের, কে বিদেশের। যাঁরা নিজেদের INDIA বলছেন, তাঁরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি। ন্যাশনাল কংগ্রেস একজন ব্রিটিশ নাাগরিক প্রতিষ্ঠা এবং নামকরণ করেছিলেন। সন্ত্রাসী সংগঠন মুজাহিদিনেও INDIA রয়েছে। INDIA বললেই দেশপ্রেমী হওয়া যায় না। দেশদ্রোহীরাও INDIA নাম নেয়। ভারতবাসী জানুন, কে ভারতের পক্ষে, কে বিপক্ষে।"

বিগত দুই মাসেরও বেশি সময় ধরে চলে আসা মণিপুর হিংসা নিয়ে এই মুহূর্তে উত্তাল সংসদের বাদল অধিবেশন। মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীকে বিবৃতি দিতে হবে, সংসদে বিরোধীদের আলোচনার সুযোগ দিতে হবে বলে একদিকে দাবি করছেন বিরোধীরা। মণিপুর নিয়ে আলোচনা এড়াতে সংসদের অধিবেশন আটকানো হচ্ছে বলেও দাবি করছেন তাঁরা। আপ সাংসদ সঞ্জয় সিংহকে সাসপেন্ড করার প্রতিবাদে রাতভর অবস্থানও করেছেন সংসদের বাইরে। অন্য দিকে, কেন্দ্রের অভিযোগ বিরোধীরাই অধিবেশন হতে দিচ্ছেন না। সেই আবহে মোদির মন্তব্য নিয়ে সুর সপ্তমে উঠেছে।

 

আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari: '২০৩১ সালের পরে আমাদেরও পালানোর জায়গা খুঁজতে হবে', কেন একথা বললেন শুভেন্দু ?
'২০৩১ সালের পরে আমাদেরও পালানোর জায়গা খুঁজতে হবে', কেন একথা বললেন শুভেন্দু ?
Deepika Padukone: রবিবারে কীসের কাজ ? কার সিদ্ধান্তে প্রশ্ন তুললেন দীপিকা পাড়ুকোন 
রবিবারে কীসের কাজ ? কার সিদ্ধান্তে প্রশ্ন তুললেন দীপিকা পাড়ুকোন 
RG Kar Verdict: ১৮ জানুয়ারি আর জি কর মামলায় রায় ঘোষণা, শেষ হল বিচারপ্রক্রিয়া
১৮ জানুয়ারি আর জি কর মামলায় রায় ঘোষণা, শেষ হল বিচারপ্রক্রিয়া
Blinkit Service : ১০ মিনিটে বাড়িতে টাকা পৌঁছে দেবে ব্লিঙ্কিট ? এবার এটিএম পরিষেবায় কোম্পানি ! 
১০ মিনিটে বাড়িতে টাকা পৌঁছে দেবে ব্লিঙ্কিট ? এবার এটিএম পরিষেবায় কোম্পানি ! 
Advertisement
ABP Premium

ভিডিও

RG Kar : 'সঞ্জয় সর্বোচ্চ সাজা পাক অসুবিধে নেই, বাকিরা প্রকাশ্যে ঘুরবে বেড়াচ্ছে কেন?', প্রশ্ন দেবাশিসেরRG Kar News : 'প্রথম দিন থেকেই ভাতে মারার চেষ্টা চলছে', আর জি কর কাণ্ডে বিস্ফোরক দেবলীনা দত্তRG Kar News : 'সঞ্জয় রায়কে আড়াল করার জন্যই প্রমাণ লোপাট হচ্ছিল?', প্রশ্ন অনিকেত মাহাতোরRG Kar News : আর জি করকাণ্ডের আবহেই ২৪ ফেব্রুয়ারি ধনধান্যে সভা চিকিৎসকদের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: '২০৩১ সালের পরে আমাদেরও পালানোর জায়গা খুঁজতে হবে', কেন একথা বললেন শুভেন্দু ?
'২০৩১ সালের পরে আমাদেরও পালানোর জায়গা খুঁজতে হবে', কেন একথা বললেন শুভেন্দু ?
Deepika Padukone: রবিবারে কীসের কাজ ? কার সিদ্ধান্তে প্রশ্ন তুললেন দীপিকা পাড়ুকোন 
রবিবারে কীসের কাজ ? কার সিদ্ধান্তে প্রশ্ন তুললেন দীপিকা পাড়ুকোন 
RG Kar Verdict: ১৮ জানুয়ারি আর জি কর মামলায় রায় ঘোষণা, শেষ হল বিচারপ্রক্রিয়া
১৮ জানুয়ারি আর জি কর মামলায় রায় ঘোষণা, শেষ হল বিচারপ্রক্রিয়া
Blinkit Service : ১০ মিনিটে বাড়িতে টাকা পৌঁছে দেবে ব্লিঙ্কিট ? এবার এটিএম পরিষেবায় কোম্পানি ! 
১০ মিনিটে বাড়িতে টাকা পৌঁছে দেবে ব্লিঙ্কিট ? এবার এটিএম পরিষেবায় কোম্পানি ! 
TCS Q3 Result : TCS-এ বাজারের প্রত্যাশার থেকে ভাল ফল ! এত টাকা ডিভিডেন্ড ঘোষণা, এখনই বিনিয়োগের সেরা সময় ?
TCS-এ বাজারের প্রত্যাশার থেকে ভাল ফল ! এত টাকা ডিভিডেন্ড ঘোষণা, এখনই বিনিয়োগের সেরা সময় ?
Chhattisgarh Chimney Collapse : ছত্তীসগঢ়ের কারখানায় ভয়ঙ্কর দুর্ঘটনা ! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে বহু শ্রমিক
ছত্তীসগঢ়ের কারখানায় ভয়ঙ্কর দুর্ঘটনা ! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে বহু শ্রমিক
Pune Murder Case: প্রকাশ্য রাস্তায় মহিলা সহকর্মীকে কুপিয়ে খুন করলেন যুবক, দেখেও চুপ রইলেন সবাই
প্রকাশ্য রাস্তায় মহিলা সহকর্মীকে কুপিয়ে খুন করলেন যুবক, দেখেও চুপ রইলেন সবাই
UGC: দেশজুড়ে চলছিল ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়, তালিকা প্রকাশ করল ইউজিসি; রয়েছে কলকাতার প্রতিষ্ঠানও
দেশজুড়ে চলছিল ২১টি ভুয়ো বিশ্ববিদ্যালয়, তালিকা প্রকাশ করল ইউজিসি; রয়েছে কলকাতার প্রতিষ্ঠানও
Embed widget