এক্সপ্লোর
Advertisement
মালেগাঁও বিস্ফোরণ: জামিন পেলেন সাধ্বী প্রজ্ঞা
মুম্বই: জামিন পেলেন ২০০৮-এর মালেগাঁও বিস্ফোরণের প্রধান অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুর। তবে আর এক অভিযুক্ত লেফটেন্যান্ট কর্নেল প্রসাদ পুরোহিতের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে।
সাধ্বী প্রজ্ঞা বম্বে হাই কোর্টে আবেদন করে বলেন, ৮ বছর ধরে কোনও চার্জশিট ছাড়াই তাঁকে বন্দি রাখা হয়েছে। মুম্বই এটিএসের তদন্ত চলাকালীন তাঁকে যা সইতে হয়েছে, তার ফলে তিনি অশক্ত হয়ে পড়েছেন। অথচ তাঁর বিরুদ্ধে কোনও নির্দিষ্ট প্রমাণ নেই। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-ও তাঁকে ক্লিনচিট দিয়েছে। তাহলে কেন এতদিন ধরে জেলে আটকে রাখা হয়েছে তাঁকে।
এরপরেই ৫ লক্ষ টাকার জামানতে তাঁর জামিন মঞ্জুর হয়। ২০১৫-র নভেম্বরেও সাধ্বী প্রজ্ঞা বিশেষ এনআইএ আদালতে জামিনের আবেদন করেন। কিন্তু তা খারিজ হয়ে যায়।
গত বছর মে মাসে এনআইএ এই মামলায় যে চার্জশিট ফাইল করে, তাতে সাধ্বীকে সব অভিযোগ থেকে মুক্তি দেয় তারা। মালেগাঁও বিস্ফোরণের সব অভিযুক্তের ওপর থেকে মকোকা-ও প্রত্যাহার করা হয়।
ফের নিম্ন আদালতে জামিন চান সাধ্বী, তা খারিজ হয়ে যায়। সেই রায় চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে নতুন করে জামিন চান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement