এক্সপ্লোর
Advertisement
খারাপ এসি নিয়ে আকাশে উড়ল এয়ার ইন্ডিয়ার বিমান, শ্বাসকষ্ট, ক্ষোভে ফেটে পড়ল যাত্রীরা
নয়াদিল্লি: এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রা এখন কার্যত যাত্রীদের কাছে বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই না না সমস্যা সামনে আসছে। রবিবারই বাগডোগরা থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান ত্রুটিপূর্ণ এসি নিয়ে আকাশে ওড়ে। এরফলে বিমানের ভেতরটা হট চেম্বারে পরিণত হয়। কিছুক্ষণের মধ্যেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায় যাত্রীদের।
ফ্লাইট নম্বর ৮৮০-র বিমানকর্মীদের কাছে এসির বিষয় অভিযোগ জানালে, তাঁরা জানান, বিমান আকাশে উড়লেই এসি চালু হয়ে যাবে। দুপুর একটা বেজে পঞ্চাশ মিনিটে বিমান বাগডোগরা ছাড়লেও, সমস্যা মেটে না।
সূত্রের খবর, এসি-র সমস্যা সম্পর্কে আগে থেকেই জানতেন বিমানকর্মীরা। সংবাদসংস্থা এএনআই-এর তরফে একটি ভিডিও পোস্ট করা হয়, সেখানেই দেখা যায় সাময়িক স্বস্তির জন্যে যাত্রীরা কেউ কেউ হাত পাখা ব্যবহার করছেন। কাউকে আবার কাগজকে পাখার মতো ব্যবহার করতে দেখা যায়। অনেকে আবার অক্সিজেন মাস্কও ব্যবহার করার চেষ্টা করেন। কিন্তু সেই অক্সিজেন মাস্কগুলোও কাজ করছিল না।
তবে এয়ার ইন্ডিয়ার বিমানে এই প্রথম সমস্যায় পড়লেন না যাত্রীরা। এর আগে একাধিকবার সমস্যায় পড়তে হয়েছে যাত্রীদের। টুইটারে বিভিন্ন সমস্যার ছবিও পোস্ট করেছেন যাত্রীরা।
সম্প্রতি এয়ার ইন্ডিয়াকে বেসরকারিকরণের জন্যে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। সস্তার বিমান সংস্থাগুলোর সঙ্গে পাল্লা দিতে গিয়ে কঠিন প্রতিযোগিতার মুখে ঋণগ্রস্থ এয়ার ইন্ডিয়া। এই বিমানসংস্থাকে আপাতত ঋণ থেকে মুক্তি দিতে তত্পর কেন্দ্র। এইমুহূর্তে এয়ার ইন্ডিয়ার বাজারে ৫২ হাজার কোটি টাকার দেনা রয়েছে। ২০১২ সালে ইউপিএ সরকারের তরফে তিরিশ হাজার কোটি টাকা অর্থ সাহায্য দেওয়া হয়। নীতি আয়োগের ভাইস-চেয়ারম্যান অরবিন্দ পানাগারিয়া জানিয়েছেন, এইমুহূর্তে এয়ার ইন্ডিয়ার যা হাল, তাতে এর বেসরকারিকরণ শীঘ্রই সম্পূর্ণ হবে। আশা করা হচ্ছে আগামী ছ মাসের মধ্যেই বেসরকারিকরণের পদক্ষেপ গ্রহণ করবে সরকার।
#WATCH Air India Delhi-Bagdogra flight took off with faulty AC system, passengers protested complaining of suffocation pic.twitter.com/3nibvSrb1E
— ANI (@ANI_news) July 3, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement