এক্সপ্লোর
Advertisement
করোনা টেস্ট নেগেটিভ, আরও কয়েকদিন থাকবেন হোম আইসোলেশনে, ট্যুইট করে জানালেন অমিত শাহ
করোনাভাইরাস সংক্রমণ মুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। এ কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন শাহ। দিল্লির কাছে গুরগাঁও-এর বেসরকারি মেদান্ত হাসপাতালে চিকিত্সাধীন তিনি।
নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণ মুক্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর করোনা টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। এ কথা নিজেই ট্যুইট করে জানিয়েছেন শাহ। দিল্লির কাছে গুরগাঁও-এর বেসরকারি মেদান্ত হাসপাতালে চিকিত্সাধীন তিনি।
শাহর ট্যুইট- আজ আমার করোনাভাইরাস টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছে। ঈশ্বরকে ধন্যবাদ এবং যাঁরা আমাকে ও আমার পরিবারকে শুভেচ্ছা জানিয়ে আশীর্বাদ করেছেন তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। চিকিত্সকদের পরামর্শে আরও কয়েকদিন হোম আইসোলেশনে থাকব। আমি মেদান্ত হাসপাতালের চিকিত্সক ও প্যারামেডিক্যাল কর্মীদেরও ধন্যবাদ জানাই। তাঁরা আমাকে করোনা সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করেছেন এবং আমার চিকিত্সা করছেন।
চলতি মাসের ২ তারিখে ৫৫ বছরের অমিত শাহর করোনা টেস্ট পজিটিভ এসেছিল। নিজেই ট্যুইট করে সে কথা জানিয়েছিলেন তিনি। লিখেছিলেন, করোনার প্রাথমিক লক্ষ্মণ দেখার পরই টেস্ট করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ আসে। আমার শরীর ঠিকই আছে। কিন্তু চিকিত্সকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি। গত কয়েকদিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছিলেন, তাঁদের অনুরোধ করছি যে, দয়া করে নিজেকে আইসোলেট করে পরীক্ষা করান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খবর
Advertisement