(Source: ECI/ABP News/ABP Majha)
তবলিগ জামাত সদস্যদের করোনা সংক্রমণের জন্য নিশানা, নিন্দার মুখে মন্তব্য প্রত্য়াহার, ক্ষমা চাইলেন অন্ধ্রের উপ মুখ্যমন্ত্রী
তবলিগি জামাত সদস্যদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হয়ে ক্ষমা চাইলেন অন্ধ্রপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কে নারায়ণস্বামী।
নয়াদিল্লি: তবলিগি জামাত সদস্যদের সম্পর্কে বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হয়ে ক্ষমা চাইলেন অন্ধ্রপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কে নারায়ণস্বামী। সোস্যাল মিডিয়ায় ঘোরাফেরা করা কয়েকটি ভিডিওর উল্লেখ করে তিনি তবলিগ জামাতের লোকজনের খাদ্য়াভাস নিয়ে কটূক্তি করেন বলে অভিযোগ ওঠে। তিনি এমনও বলেন, দিল্লির মারকাজের ধর্মীয় সভায় যোগ দিয়ে জামাতের লোকজন ভাইরাস নিয়ে না ফিরলে অন্ধপ্রদেশে করোনাভাইরাস পজিটিভ হওয়ার সংখ্যা ২৬ ছাড়াত না। রাজ্যের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির ভাইরাস সংক্রমণকে ধর্মীয় মাপকাঠিতে বিচার না করার আবেদনের এক সপ্তাহ না যেতেই উপমুখ্যমন্ত্রী এসব কথা বলেন, যার তীব্র নিন্দা হয় নানা মহল থেকে। পরে দেখা যায়, ওই ভিডিওগুলিও জাল।
জগনমোহন বলেছিলেন, রবিশঙ্কর, জাগ্গি বাসুদেব, মাতা অমৃতানন্দ, পল দিনকরণ বা জন ওয়েসলির মতো ধর্মগুরুদের সভা থেকেও মারণ ভাইরাস ছড়াতে পারত। ঘটনাটা কীভাবে হল, তার ভিত্তিতে মানুষে মানুষে বিভাজন করা উচিত নয়। ঘটনাটা পূর্বপরিকল্পিতও ছিল না। জাতপাত বা ধর্মের কোনও জায়গা নেই এখানে, আমাদের ভারতবাসী হিসাবে একজোট হয়ে লড়তে হবে।
পরে উপমুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআর কংগ্রেস পার্টি নেতা নারায়ণস্বামী ট্যুইট করেন, তিনি দিল্লির অনুষ্ঠানে থাকা সবাইকে কোভিড ১৯ টেস্ট করানোর আবেদন করে যা বলেছিলেন, তাতে কিছু শব্দ কাউকে আঘাত করে থাকলে তিনি সেজন্য ক্ষমাপ্রার্থী। অবিলম্বে ওই মন্তব্য প্রত্যাহার করছি, বলেছেন তিনি।