সিলিন্ডার ফেটে বেঙ্গালুরুতে ভেঙে পড়ল বাড়ি, নিহত ৭, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের
বেঙ্গালুরু: সিলিন্ডার বিস্ফোরণের জেরে বেঙ্গালুরুতে বাড়ি ধসে নিহত অন্তত ৭ জন। ধ্বংসস্তূপে এখনও বহু মানুষের আটক থাকার আশঙ্কা।
খবরে প্রকাশ, সোমবার বেঙ্গালুরুর এজিপুরা এলাকার একটি আবাসনের একাংশ আচমকা ভেঙে পড়ে। স্থানীয় সূত্রের খবর, এদিন ভোর সাড়ে ৬টা নাগাদ একটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। তাতেই বিপত্তি ঘটে বলে অনুমান।
শেষ খবর মেলা পর্যন্ত, ৭ জন মারা গিয়েছেন। নিহতদের মধ্যে ২ মহিলা রয়েছেন। ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রামলিঙ্গা রেড্ডি। খবর পেয়েই ছুটে যায় দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী। বেঙ্গালুরু উন্নয়ন মন্ত্রী কে জে জর্জ নিহতদের নিকটাত্মীয়কে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেন।
এদিনের দুর্ঘটনায় নিহতের তালিকায় এক দম্পতিও রয়েছে। কিন্তু, কোনওক্রমে তাঁদের এক কন্যাসন্তান প্রাণে বেঁচে গিয়েছে। তিনি বলেন, বাড়ির দোতলায় দুই সন্তানকে নিয়ে থাকতেন রামচন্দ্রণ ও কলাবতী। ঘটনাস্থলেই মারা যান দম্পতি। এক শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। একতলায় বসবাসকারী ২টি পরিবারের সদস্যরা সম্ভবত এখনও ধ্বংসস্তূপের মধ্যে আটকে রয়েছে।
যদিও, বেঙ্গালুরুর মেয়র জানান, ওই বাড়িতে চারটি পরিবার বসবাস করত। এদিন জর্জ জানান, নিহত দম্পতির উদ্ধার হওয়া কন্যাসন্তানকে দত্তক নেবে সরকার। মেয়েটির ভরণপোশষণের সব দায়িত্ব নেবে রাজ্য।