ইনদওরে মৃত্যু ৬৫ বছরের বৃদ্ধার, ভারতে করোনায় মৃত বেড়ে ১১
দেশে নোভেল করোনা ভাইরাসে ফের মৃত্যু।
ইনদওর: দেশে নোভেল করোনা ভাইরাসে ফের মৃত্যু। মধ্যপ্রদেশের ইনদওরে মৃত ৬৫ বছরের বৃদ্ধা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১। তামিলনাড়ুর মাদুরাইয়ে মৃত ১। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫৬২ জন। ৫৬২ জনের মধ্যে ৫১৯ জন ভারতীয়, ৪৩ জন বিদেশী।
কোভিড-১৯, এই বিষে গোটা বিশ্বে এখনও পর্যন্ত ১৯ হাজার ২৪৫ জনের মৃত্যু হয়েছ। ৪ লাখের ওপরে মানুষ এই করোনা ভাইরাসের প্রকোপে আক্রান্ত। এটা সত্যি, ১ লক্ষের ওপর আক্রান্তের করোনামুক্তি হয়েছে। তবে অনেকেই এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
পড়ুন: করোনার কোনও ওষুধ আবিষ্কার হয়নি, ভুল তথ্য বিশ্বাস করবেন না, হতদরিদ্র মানুষের খাবার জোগান: মোদি
করোনার এই মারণ হানা শুরু হয়েছিল চিনের উহান থেকে। সেদেশে এই ভাইরাস ৩ হাজার ২৮১ জনের প্রাণ কেড়েছে। আর তারপরই করোনা হানা দেয় ইউরোপে। ইতালি, স্পেন, ফ্রান্সের মতো দেশে এই ভাইরাস কার্যত শহরের পর শহরকে শ্মশানে পরিণত করছে। ইতালিতে করোনায় মৃত্যুর সংখ্যা ৬ হাজার ৮২০। স্পেনে মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৩৪। ফ্রান্সে প্রাণ হারিয়েছেন ১১০০ মানুষ। ভারতেও এই মারণরোগে প্রাণ গিয়েছে ১১ জনের। আক্রান্তের সংখ্যা পাঁচশোর ওপর। চিকিৎসায় সুস্থ হয়েছেন ৪০ জন।