এক্সপ্লোর
Advertisement
কাশ্মীর নিয়ে অমিত শাহকে আক্রমণ, পাল্টা মেহবুবাকে তোপ গম্ভীরের
অমিত শাহ মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করে সোমবার দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করেন। সেখানে জম্মু ও কাশ্মীর ও সেখানকার সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে তাঁকে আপডেট দেন মন্ত্রকের অফিসাররা।
নয়াদিল্লি: মেহবুবা মুফতি কাশ্মীর ইস্যুতে আক্রমণ করেছেন অমিত শাহকে। ট্যুইটে এর জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনায় ক্ষুব্ধ বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। পিডিপি নেত্রী তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা সদ্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়া অমিত শাহকে নিশানা করে বলেছেন, উনি ‘চটজলদি’ কাশ্মীর সমস্যার সমাধান করতে ‘হিংস্র শক্তি’ প্রয়োগের পক্ষে ওকালতি করছেন। অমিত শাহ মন্ত্রকের দায়িত্ব গ্রহণ করে সোমবার দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করেন। সেখানে জম্মু ও কাশ্মীর ও সেখানকার সীমান্ত এলাকার নিরাপত্তা পরিস্থিতির ব্যাপারে তাঁকে আপডেট দেন মন্ত্রকের অফিসাররা।
Since 1947, Kashmir’s been looked through the prism of security by successive governments. It’s a political problem that needs a political redressal by involving all stakeholders inc Pak.Expecting a quick fix through brute force by newly appointed HM is ridiculously naive
— Mehbooba Mufti (@MehboobaMufti) June 3, 2019
সেদিনই মেহবুবা ট্যুইট করেন, ১৯৪৭ থেকেই কাশ্মীরকে কেবলমাত্র নিরাপত্তার দৃষ্টিকোণ থেকেই দেখেছে সব সরকার। কিন্তু কাশ্মীর একটি রাজনৈতিক সমস্যা, যার রাজনৈতিক সমাধান দরকার, পাকিস্তান সহ তার সংশ্লিষ্ট সব পক্ষকে যুক্ত করে। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিংস্র বলপ্রয়োগের মাধ্যমে দ্রুত সমাধানের যে আশা করছেন, সেটা হাস্যকর, অবাস্তব।
এরপরই আসরে নেমে ক্রিকেটের ময়দান থেকে বিজেপিতে যোগ দিয়ে প্রথম লোকসভা ভোটেই দিল্লি থেকে নির্বাচিত গম্ভীর ট্যুইট করেন, আমি কাশ্মীর সমস্যা আলাপ-আলোচনার মাধ্যমে মেটানোর পক্ষপাতী হলেও মেহবুবা মুফতির অমিত শাহের পন্থা-পদ্ধতিকে ‘হিংস্র’ আখ্যা দেওয়াকে ‘হাস্যকর’, ‘অপরিণত’ বলে মনে করি। আমরা যে ধৈর্য্য, সহনশীলতা দেখিয়েছি, ইতিহাস তার সাক্ষী। কিন্তু অত্যাচারের রাস্তায় আমার দেশবাসীর নিরাপত্তা সুনিশ্চিত হলে সেটাই কাম্য।
While I am all for a talk-based solution to Kashmir problem but for @mehboobamufti to term Shri @AmitShah’s process as “brute” is “ridiculously naive”. History has been witness to our patience and endurance. But if oppression ensures security for my people, then so be it.
— Gautam Gambhir (@GautamGambhir) June 3, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement