এক্সপ্লোর
Advertisement
রাহুলের নিন্দা, কেরলে প্রকাশ্যে বাছুর হত্যার ঘটনায় ৩ যুব কংগ্রস কর্মী সাসপেন্ড
কান্নুর: কেন্দ্র গবাদি পশুর বিক্রি নিষিদ্ধ করায় প্রতিবাদস্বরূপ প্রকাশ্যে একটি বাছুর কেটে তার মাংস খাওয়ার ঘটনায় সাসপেন্ড করা হল ৩ যুব কংগ্রেস কর্মীকে। কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী টুইটারে এই ঘটনার নিন্দা করার পরেই ওই অনুষ্ঠানের আয়োজকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হল। কংগ্রেস নেতা রণদীপ সূরজেওয়ালা বলেছেন, এই ধরনের কর্মীদের কংগ্রেসে কোনও স্থান নেই।
শনিবার কান্নুরে অসংখ্য মানুষের সামনে প্রকাশ্য দিনের আলোয় একটি বাছুর কাটেন কংগ্রেস কর্মীরা। বাম ও কংগ্রেস কর্মীরা বিফ ফেস্টের আয়োজন করেছিলেন, সেখানেই কাটা হয় বাছুরটি। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কেরলের কয়েকজন যুব কংগ্রেস কর্মীকে গ্রেফতার করল পুলিশ। যদিও রিজিল মাকুলতি নামে যে যুব কংগ্রেস কর্মীর নেতৃত্বে গো হত্যা ঘটেছে, তিনি জানিয়েছেন, তাঁর কোনও অনুশোচনা নেই। তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
কেরলের বিজেপি সভাপতি কুম্মানাম রাজাশেখরণ টুইটারে ওই গোহত্যার ভিডিও পোস্ট করেন। এই ঘটনার তীব্র নিন্দা করে বিজেপি বলেছে, ডিওয়াইএফআই ও যুব কংগ্রেস কর্মীরা কসাইয়ে পরিণত হয়েছে, মানুষের তাঁদের থেকে সাবধান থাকা উচিত। যেভাবে প্রতিবাদ মঞ্চে মৃত জন্তুর কাটা মাথা রাখা হয়েছে, তা কোনও স্বাভাবিক মানুষের পক্ষে করা সম্ভব নয় বলে মন্তব্য করেছে তারা। রাজ্যে ক্ষমতাসীন সিপিএমও ঘটনার নিন্দা করে মন্তব্য করে, এ ধরনের যুক্তিহীন প্রতিবাদের পথে না হাঁটা উচিত ছিল, এতে সঙ্ঘ পরিবারের হাত শক্ত হবে।
এভাবে গোহত্যায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া হয়েছে বুঝতে পেরে চরম অস্বস্তিতে পড়েছে কংগ্রেস। তারা ওই ঘটনা থেকে নিজেদের আলাদা করার চেষ্টা চালাচ্ছে, বলেছে, দল এ ধরনের কাজ সমর্থন করে না। রাহুল গাঁধী টুইটারে এই ঘটনার নিন্দা করেছেন। তিনি লিখেছেন, কেরলে যেটা হয়েছে, সেটা বর্বরোচিত ঘটনা। এটা মেনে নেওয়া যায় না। এই ঘটনার তীব্র নিন্দা করছেন তিনি।
What happened in Kerala yesterday is thoughtless,barbaric& completely unacceptable to me &the Congress Party.I strongly condemn the incident
— Office of RG (@OfficeOfRG) May 28, 2017
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement