এক্সপ্লোর
Advertisement
‘নতুন সভাপতি নিয়োগের লক্ষণ নেই’, কারণ দেখিয়ে ইস্তফা কংগ্রেসের জাতীয় মিডিয়া কোঅর্ডিনেটর
রচিত উল্লেখ করেছেন কর্নাটক, গোয়ার সাম্প্রতিকতম রাজনৈতিক ঘটনাবলীরও। ট্যুইটে লিখেছেন, কর্নাটক, গোয়ার ঘটনাবলীতে স্পষ্ট, নৈরাজ্য ঢুকছে, যেখানে সুবিধাবাদী, ক্ষমতার দালালরাই শেষ হাসি হাসছে। বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই, ভুলটা রয়েছে নিজেদের ঘরেই।
নয়াদিল্লি: কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের ইস্যুতে প্রবল অনিশ্চয়তার মধ্যেই রাহুল গাঁধীর দলীয় সভাপতি হিসাবে ইস্তফার পর কোনও পদে বহাল থাকার মানে হয় না, এহেন সওয়াল করে পদত্যাগ করলেন দলের জাতীয় মিডিয়া কোঅর্ডিনেটর রচিত শেঠ। তিনি ট্যুইটে রাহুলের স্থলে কারও নতুন সভাপতি হিসাবে নিয়োগ না হওয়া নিয়ে অসন্তোষ চেপে রাখেননি। লিখেছেন, ৪৫ দিন কেটে যাওয়ার পরও নতুন কংগ্রেস সভাপতি নিয়োগের কোনও লক্ষণ নেই। মিডিয়াতেও জল্পনার শেষ নেই। সেইসঙ্গে লিখেছেন, কোনও রাজনৈতিক পদেই আর আমি নেই। খোলাখুলি নিজের মতামত প্রকাশ করতেই পারি। আমাকে সুযোগ দেওয়ার জন্য রাহুল গাঁধী, সুরজেওয়ালাকে ধন্যবাদ দিচ্ছি।
I am free from any political position. Free to air my views. I thanks @RahulGandhi & @rssurjewala for providing me this opportunity to work for the party. ???? pic.twitter.com/JupmklWOH7
— Rachit Seth (@rachitseth) July 11, 2019
রচিত উল্লেখ করেছেন কর্নাটক, গোয়ার সাম্প্রতিকতম রাজনৈতিক ঘটনাবলীরও। ট্যুইটে লিখেছেন, কর্নাটক, গোয়ার ঘটনাবলীতে স্পষ্ট, নৈরাজ্য ঢুকছে, যেখানে সুবিধাবাদী, ক্ষমতার দালালরাই শেষ হাসি হাসছে। বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই, ভুলটা রয়েছে নিজেদের ঘরেই।
যদিও একইসঙ্গে ট্যুইটগুলিতে একেবারেই তাঁর ব্যক্তিগত মতামত রয়েছে বলে জানিয়েছেন তিনি।
পরে ইস্তফার ঘোষণা করে রচিত বলেন, আমার দেহ-মনে সবসময় থাকবে এক উদার, প্রগতিশীল ভারতের বাসনা। ইন্দিরা গাঁধীই সবসময় আমার অনুপ্রেরণা থাকবেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement