এক্সপ্লোর
একাধিকবার সন্ন্যাসিনী ধর্ষণ ও যৌন নিগ্রহে শর্তসাপেক্ষে জামিন পেলেন বিশপ মুলাক্কাল
![একাধিকবার সন্ন্যাসিনী ধর্ষণ ও যৌন নিগ্রহে শর্তসাপেক্ষে জামিন পেলেন বিশপ মুলাক্কাল Nun rape case: Kerala HC grants bail to Bishop Franco Mulakkal একাধিকবার সন্ন্যাসিনী ধর্ষণ ও যৌন নিগ্রহে শর্তসাপেক্ষে জামিন পেলেন বিশপ মুলাক্কাল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2018/10/15192043/mulakkal.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কোচি ও কোট্টায়ম: একাধিকবার এক সন্ন্যাসিনীকে ধর্ষণ ও যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার হওয়ার তিন সপ্তাহ বাদে কেরল হাইকোর্টে জামিন পেলেন রোমান ক্যাথলিক বিশপ ফ্র্যাঙ্কো মুলাক্কাল। জামিন মঞ্জুর করে তাঁকে কেরল ছাড়ার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজা বিজয়রাঘবন, তবে পাসপোর্ট জমা দিতে বলেছেন। দুই সপ্তাহে একবার শনিবার করে তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতেও তিনি অভিযুক্ত বিশপকে নির্দেশ দিয়েছেন। মামলায় চার্জ গঠন হওয়া পর্যন্ত এই শর্ত বহাল থাকবে।
গত ৩ অক্টোবর হাইকোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে সরকারপক্ষের এই যুক্তি মেনে নিয়েছিল যে, সমাজের শিখরে প্রতিষ্ঠিত হওয়ার সুবাদে জামিন পেলে মামলার সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করবেন মুলাক্কাল। ম্যাজিস্ট্রেট আদালত তাঁর বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানোর পর ফের হাইকোর্টে আবেদন করেন ৫৪ বছর বয়সি বিশপ, যিনি বর্তমানে রয়েছেন কোট্টায়মের পালার সাব জেলে।
মামলার তদন্ত এখনও চলছে বলে সওয়াল করে পুলিশ মুলাক্কালের জামিনের আবেদনের বিরোধিতা করে। তবে আদালত তদন্ত প্রায় সমাপ্ত হয়ে যাওয়ায় তাঁকে শর্তসাপেক্ষে জামিন দেয়।
তবে নিগৃহীতা সন্ন্যাসিনীর সঙ্গীরা অভিযুক্ত মুলাক্কালের দ্রুত জামিন হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, উনি এতটাই প্রভাবশালী যে রাজ্যের বাইরে থেকেও মামলার সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। এর আগে বিশপের গ্রেফতারি চেয়ে কোচিতে তাঁরা বিক্ষোভও দেখান। বলেন, তাঁদের নিরাপত্তা বিপন্ন, আগামকীল বেঁচে থাকার গ্যারান্টি নেই।
প্রসঙ্গত, টানা তিনদিন জেরার পর গত ২১ সেপ্টেম্বর গ্রেফতার করা হয়েছিল বিশপকে। সংশ্লিষ্ট সন্ন্যাসিনীর দাবি, ২০১৪ থেকে ২০১৬-র মধ্যে তাঁকে বারবার ধর্ষণ করে, এমন যৌন সম্পর্ক করেছেন ওই বিশপ যা স্বাভাবিক নয়। মিশনারিজ অব জেসাস এর জলন্ধর ডায়োসেসের বিশপের যাবতীয় দায়দায়িত্ব থেকে মুলাক্কালকে সাময়িক অব্যাহতি দিয়েছে ভ্যাটিক্যান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)