(Source: ECI/ABP News/ABP Majha)
সরকারকে সততার শংসাপত্র দেওয়া, মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন, মোদীকে আক্রমণ আনন্দ শর্মার
নয়াদিল্লি: ‘অসত্য’ দাবি করে গুজরাতের মানুষকে বিভ্রান্ত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এতে তাঁর ‘অসুস্থ মানসিকতার’ প্রতিফলন ঘটছে। এমনই অভিযোগ তুলল কংগ্রেস।
ভোট-আসন্ন গুজরাতের নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে পরিবারতান্ত্রিক রাজনীতির প্রচার করছে কংগ্রেস বলে দাবি করেন প্রধানমন্ত্রী। এদিন তারই জবাব দিতে গিয়ে কংগ্রেসের মুখপাত্র আনন্দ শর্মা জানান, সাধারণ পরিবার থেকে উঠে আসা লাল বাহাদুর শাস্ত্রী ও মনমোহন সিংহের মতো প্রধানমন্ত্রী দিয়েছে কংগ্রেস। প্রধানমন্ত্রী হয়ত এই তথ্য ‘ভুলে গিয়েছেন’। নেহরু-গাঁধী পরিবারের হয়ে জোর সওয়াল করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানান, গত তিন দশকে গাঁধী পরিবার থেকে একজন প্রধানমন্ত্রীও আসেনি।
মোদী দাবি করেছেন, গুজরাতের জন্য কংগ্রেস বা দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কিছুই করেননি। এদিন প্রধানমন্ত্রীর এই দাবিকে কটাক্ষ করে শর্মা জানান, ‘হার নিশ্চিত’ বুঝে এসব বিভ্রান্তিমূলক প্রচার চালাচ্ছে বিজেপি। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ওই মন্তব্য একেবারে অসত্য। আমরা তার তীব্র নিন্দা করছি। প্রধানমন্ত্রীর অসুস্থ মানসিকতাই দেশেরে কাছে উদ্বেগের বিষয়। গুজরাতে যে হারে কংগ্রেস সমর্থন পাচ্ছে, তাতে তিনি বিচলিত।
মোদীর দাবিকে খারিজ করতে গিয়ে আনন্দ শর্মা বলেন, গুজরাতে একাধিক প্রকল্পের উদ্যোগ নিয়েছিলেন নেহরু। এরমধ্যে রয়েছে—আমূল সমবায়, আইআইএম আমদাবাদ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন, রাজধানী গাঁধীনগরের নির্মাণ, অঙ্কলেশ্বরে ওএনজিসি-র কমপ্লেক্স, কান্দলা ও দহেজে বন্দর এবং বিমানবন্দর। তিনি যোগ করেন, ফলে প্রধানমন্ত্রীর এধরনের কথা বলা ঠিক নয়। তাঁর উচিত এধরনের মন্তব্য করা থেকে বিরত থাকা, কারণ কংগ্রেস তথ্য দিয়ে তাঁকে ভুল প্রমাণ করবে।
মোদীকে আক্রমণ করে আনন্দ শর্মা বলেন, ভুল মন্তব্যের মাধ্যমে গুজরাতের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী। নির্বাচনের আগে মানুষকে উস্কানি দিচ্ছেন। উল্টে গুজরাতের জন্য বিজেপি কী করেছে, সেই প্রশ্ন তোলেন তিনি। তাঁর দাবি, এর ফয়সলা গুজরাতবাসীর ওপরই ছেড়ে দেওয়া উচিত। কংগ্রেস নেতা বলেন, নিজের সরকারকে সততার শংসাপত্র দেওয়া বন্ধ করা উচিত মোদীর। তাঁর অভিযোগ, সরকারে ‘দাগীদের’ ছড়াছড়ি। আর তিনি ‘বড় কেলেঙ্কারিগুলিকে’ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন।
শর্মা বলেন, দায়বদ্ধতা থেকে পালিয়ে বেড়াচ্ছে মোদী সরকার। তাই, গুজরাত নির্বাচনের আগে সংসদের শীতকালীন অধিবেশন চালু করছে না কেন্দ্র। আবার বিরোধীদের কোনও প্রশ্নের উত্তরও দিচ্ছেন না। কংগ্রেসকে কে নেতৃত্ব দেবেন তা নিয়ে ভাবা বন্ধ করে নিজেদের দলের ওপর নজর দেওয়া উচিত মোদীর বলে মনে করেন শর্মা। বলেন, আমরা কখনই বিজেপিকে বলিনি, কাকে প্রধান নির্বাচিত করবেন। ফলে, বিজেপিরও একই ভাবে কংগ্রেসের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করা বন্ধ করে নিজেদের দল নিয়ে ভাবা উচিত।