এক্সপ্লোর
সংসদ 'ভন্ডুল' কংগ্রেসের, প্রতিবাদে বৃহস্পতিবার দিনভর উপবাস মোদীর, অনশন অমিত শাহেরও

নয়াদিল্লি: বৃহস্পতিবার সারা দিন উপবাসে থাকবেন নরেন্দ্র মোদী। সদ্য শেষ হওয়া সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে বিরোধীরা সভার স্বাভাবিক কাজকর্ম চলতে দেননি, এই অভিযোগেই প্রধানমন্ত্রীর অনশনের সিদ্ধান্ত। যদিও আর পাঁচটা দিনের রুটিন মেনেই যাবতীয় সরকারি কর্মসূচি পালন করবেন তিনি। ফাইলপত্র দেখবেন, নির্ধারিত বৈঠক, দেখা সাক্ষাত্ সবই করবেন। কর্নাটকের হুবলিতে বিধানসভা ভোটে দলের প্রচারে ব্যস্ত থাকলেও বিজেপি সভাপতি অমিত শাহও সেদিন অনশন করবেন বলে খবর। কাবেরী জলবন্টন থেকে শুরু করে অন্ধ্রপ্রদেশের জন্য বিশেষ ক্যাটাগরির দাবি, পিএনবি জালিয়াতি সহ নানা কারণে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে নজিরবিহীন অচলাবস্থা বহাল ছিল দুই কক্ষেই। ৫ মার্চ থেকে শুরু হওয়া দ্বিতীয় পর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থ বিল পাশ হওয়া বাদ দিলে আর কোনও সংসদীয় কাজকর্ম হয়নি। গত শুক্রবারই এক সভায় প্রধানমন্ত্রী সংসদে বিরোধীদের অচলবস্থার প্রতিবাদে ১২ এপ্রিল বিজেপি সাংসদদের নিজ নিজ কেন্দ্রে অনশন পালনের নির্দেশ দেন। কংগ্রেস বিভেদের রাজনীতি করছে বলে অভিযোগ করেন। তবে বিজেপিকে টেক্কা দিতে গতকালই রাজঘাটে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ার লক্ষ্য সামনে রেখে অনশন কর্মসূচি পালন করে কংগ্রেস। সেখানে ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















