এক্সপ্লোর
৬০ মিনিটে শেষ করতে হবে থালি, তাহলেই পুনের এই রেস্তোঁরা আপনাকে দেবে রয়্যাল এনফিল্ড!
শিবরাজ হোটেলের মালিক অতুল ওয়াইকর আবার তাঁর রেস্তোঁরার বারান্দায় ৫টা ব্র্যান্ড নিউ রয়্যাল এনফিল্ড বুলেট বাইক দাঁড় করিয়েও রেখেছেন।
পুনে: রয়্যাল এনফিল্ড জেতার সুবর্ণ সুযোগ!
তবে পেটরোগা হলে এক্কেবারে চলবে না, ভীমসেনের মত বলশালী হতে হবে। ১ ঘণ্টার মধ্যে শেষ করতে হবে পুনের শিবরাজ হোটেলের বুলেট থালি। ব্যস, তা হলেই রয়্যাল এনফিল্ড আপনার দোরগোড়ায়।
শিবরাজ হোটেলে পৌঁছতে হলে আপনাকে যেতে হবে পুনের বাইরের দিকে ওয়াড়গাঁও মাভাল এলাকায়। তারা উইন আ বুলেট বাইক নামে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। করোনার জেরে রেস্তোঁরাগুলি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে, এখনও মাছি তাড়াচ্ছে বেশিরভাগ রেস্তোঁরা। তাই গ্রাহকদের ফিরিয়ে আনতে তারা এই অভিনব প্রতিযোগিতার আয়োজন করেছে। এবার দেখে নিন প্রতিযোগিতার নিয়মকানুন। এখানকার নন ভেজ থালির নাম বুলেট থালি, তা শেষ করতে হবে ৬০ মিনিটের মধ্যে, যিনি পারবেন তাঁকে উপহার দেওয়া হবে ১.৬৫ লাখ টাকার রয়্যাল এনফিল্ড বুলেট।
নিশ্চয় জানতে চাইছেন কী কী আছে ওই নন ভেজ থালিতে? রয়েছে ১২টা মাত্র আইটেম। ভাবছেন নিশ্চয়, এ আর এমন কী। শুনে রাখুন, এই ১২টা আইটেম তৈরিতে ব্যবহার হয়েছে চার কেজি মাটন আর মাছ। আর এই পর্বত প্রমাণ মাছ মাংস দিয়ে রান্না হয়েছে ফ্রায়েড সুরমাই, পমফ্রেট মাছ ভাজা, চিকেন তন্দুরি, ড্রাই মাটন, গ্রে মাটন, চিকেন মসালা, ও চিংড়ি মাছের বিরিয়ানি যার স্থানীয় নাম কিনা কোলুম্বি বিরিয়ানি। সব মিলিয়ে খরচ পড়বে আড়াই হাজার টাকা।
রেস্তোঁরায় প্রতিযোগিতার কথা ঘোষণা করে ব্যানার টাঙানো হয়েছে, সেখানেই ছাপানো হয়েছে মেনু কার্ড, সঙ্গে বুলেট থালির যাবতীয় তথ্য। শিবরাজ হোটেলের মালিক অতুল ওয়াইকর আবার তাঁর রেস্তোঁরার বারান্দায় ৫টা ব্র্যান্ড নিউ রয়্যাল এনফিল্ড বুলেট বাইক দাঁড় করিয়েও রেখেছেন। তিনি জানিয়েছেন, এই প্রতিযোগিতা মানুষের মধ্যে দারুণ সাড়া ফেলেছে, বহু মানুষ শিবরাজ হোটেলে এসে প্রতিযোগিতায় যোগ দিয়েছেন। ইতিমধ্যেই একজন জিতে নিয়েছেন রয়্যাল এনফিল্ড। তিনি হলেন শোলাপুরের বাসিন্দা সোমনাথ পাওয়ার, ১ ঘণ্টারও কম সময়ে গোটা বুলেট থালি চেটে পুটে সাফ করে দিয়েছেন তিনি।
শিবরাজ হোটেল কর্তৃপক্ষের মাথা থেকে মাঝে মধ্যেই এমন নতুন নতুন প্ল্যান বার হয়। এর আগে তারা প্রস্তাব দেয়, ৪ জনে মিলে ১ ঘণ্টায় শেষ করতে হবে ৮ কেজির রাবণ থালি। জয়ী পেয়েছেন ৫,০০০ টাকা নগদ, থালির জন্য দামও দিতে হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement