জম্মু ও কাশ্মীরে ২টি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বাহিনী, খতম ৫ জঙ্গি
![জম্মু ও কাশ্মীরে ২টি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বাহিনী, খতম ৫ জঙ্গি Two Infiltration Bids Foiled 5 Militants Killed 2 Cops Injured In Grenade Attack By Militants In Jk জম্মু ও কাশ্মীরে ২টি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল বাহিনী, খতম ৫ জঙ্গি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/11/05123653/LoC-4-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
শ্রীনগর: একদিনে জোড়া অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করল নিরাপত্তাবাহিনী। সোমবার, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে বারামুল্লা ও কুপওয়ারা জেলায় এই দুই অনুপ্রেবেশের চেষ্টা চালায় জঙ্গিরা। কিন্তু বাহিনী সতর্ক থাকায় তা সম্ভব হয়নি। খতম হয় ৫ জঙ্গি।
সেনা সূত্রে খবর, বারামুল্লার রামপুর সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। কিন্তু, সতর্ক জওয়ানরা, সেই চেষ্টা বানচাল করে দেয়। দুপক্ষের মধ্যে গুলির লড়াইয়ে খতম হয় ২ জঙ্গি। উদ্ধার হয় অস্ত্রশস্ত্র।
এর আগে, কুপওয়ারার টাংধর সেক্টরেও একইভাবে জঙ্গি অনুপ্রবেশ রুখে দেয় সেনা। সেক্ষত্রেও ৩ জঙ্গি নিহত হয়েছে। উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র। উভয়ক্ষেত্রেই গোটা এলাকায় আরও জঙ্গির খোঁজে জোর চিরুনি-তল্লাশি শুরু হয়।
অন্যদিকে, বারামু্ল্লায় জঙ্গিদের গুলিতে ২ পুলিশকর্মী জখম হয়েছেন বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে, জঙ্গিদের আনাগোনা সম্পর্কে আগাম তথ্য থাকায় বারামুল্লার জুহামায় চেক-পোস্ট বসিয়ে তল্লাশি চালাচ্ছিল সেনা ও পুলিশের যৌথবাহিনী।
জানা গিয়েছে, দুই জঙ্গি মোটরসাইকেলে এসে নিরাপত্তাবাহিনীর ওপর এলোপাথারি গুলিবর্ষণ শুরু করে। বাহিনী পাল্টা জবাব দিতে শুরু করতেই, তারা উল্টোদিকে পালিয়ে যায়। বাহিনী তাদের তাড়া করলে, জঙ্গিরা বাহিনী লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে। তাতে ২ পুলিশকর্মী আহত হন।
জঙ্গিদের খোঁজে জোর তল্লাশি শুরু হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)