‘স্বামীর অকৃপণ ভালবাসায় দমবন্ধ হয়ে আসছে, কেন ঝগড়া করে না?’, বিচ্ছেদ চেয়ে আদালতে স্ত্রী
১৮ মাসের সুখী দাম্পত্য জীবন। কোনও ঝগড়া নেই, কথা কাটাকাটি নেই! স্ত্রীর প্রতি অকৃপণ ভালাবাসা স্বামীর। এই সুখী জীবনই সহ্য হচ্ছে না স্ত্রীর!

সমভল: ১৮ মাসের সুখী দাম্পত্য জীবন। কোনও ঝগড়া নেই, কথা কাটাকাটি নেই! স্ত্রীর প্রতি অকৃপণ ভালাবাসা স্বামীর। এই সুখী জীবনই সহ্য হচ্ছে না স্ত্রীর! ‘দমবন্ধ’ হয়ে আসছে তাঁর। তাই বিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন স্ত্রী। ‘উটকো ঝামেলা’ বলে ফেরাল আদালত। ঘটনা উত্তরপ্রদেশের সমভল জেলার।
সর্বভারতীয় একটি হিন্দি পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী শরিয়া আদালতে বিবাহ বিচ্ছেদের আর্জি জানিয়েছিলেন ওই মহিলা। আদালতকে তিনি বলেন, তাঁদের বিয়ের দেড় বছর হল। এর মধ্যে একদিন তো দূর এক মুহূর্তের জন্যও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়নি। ভুল করলেও স্বামী তাঁকে ক্ষমা করে দিতেন, কিছু বলতেন না। স্ত্রীর কথায়, তাঁর কাছে এই সুখী দাম্পত্য দমবন্ধকর। তিনি চান, তাঁর স্বামী তাঁর সঙ্গে চুটিয়ে ঝগড়া করুক। এই কথা শোনার পর স্বাভাবিকভাবেই বিরক্তি প্রকাশ করে আদালত। এমনকি মামলা নিতেও অস্বীকার করে।
পরে এমন জটিল সমস্যা নিয়ে গ্রামের পঞ্চায়েতের দ্বারস্থ হন ওই মহিলা। সেখানেও তিনি একই বক্তব্য রাখেন। তিনি বলেন, “আমার স্বামী একদিনের জন্যও আমার ওপর চিৎকার করেননি। আমার জন্য রান্না করেন আবার গৃহস্থের কাজেও সাহায্য করেন। আমার এই পরিবেশ দমবন্ধকর মনে হয়।” যা শোনার পর হতবাক হয়ে যান পঞ্চায়েত সদস্যরা। তাঁকে জিজ্ঞাসা করা হয়, এই ‘সমস্যা’ ছাড়া আর কী কারণে তিনি বিবাহ বিচ্ছেদ চান। কোনও সদুত্তর দিতে পারেননি তিনি। এরপর হাত তুলে নেয় পঞ্চায়েতও।
এদিকে স্বামী আবার আদালতকে জানায়, তাঁর স্ত্রীর বিবাহ বিচ্ছেদের আবেদন যেন গ্রহণ করা হয়। তবে আদালত এই বিষয়ে কোনও হস্তক্ষেপ না করে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে।






















