এক্সপ্লোর
'গব্বর সিং ট্য়াক্স' চাপাতে দেব না বিজেপিকে, হুঁশিয়ারি রাহুলের

নয়াদিল্লি: জিএসটি-কে ফের 'গব্বর সিং ট্যাক্স' বলে কটাক্ষ করে ট্যুইটারে নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণ রাহুল গাঁধীর। তাঁর দল বিজেপিকে জিএসটি চালু করতে দেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস সহ সভাপতি। রাহুল বলেছেন, জিএসটির মাধ্যমে সরকার দেশের ক্ষুদ্র, মাঝারি ব্যবসায়ীদের মাজা ভেঙে, অসংগঠিত ক্ষেত্রকে ধ্বংস করে লাখ লাখ কাজ নষ্ট করে দিতে পারে না।
We will not allow BJP to impose a Gabbar Singh Tax on India. They cannot break the back of the small and medium businesses, crush the informal sector and destroy millions of jobs. #GSTCouncilMeet
— Office of RG (@OfficeOfRG) November 10, 2017
আজই গুয়াহাটিতে বৈঠকে বসে জিএসটি কাউন্সিল কিছুটা রেহাই ঘোষণা করেছে আমআদমির জন্য। সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর জিএসটি ২৮ থেকে কমিয়ে ১৮ শতাংশ ধার্য করার পাশাপাশি এও ঠিক হয়েছে, ২৮ শতাংশ স্ল্যাবের আওতায় এবার মাত্র ৫০টি পণ্য থাকবে। কিন্তু রাহুলের দাবি, সরকার দেশের মানুষের জন্য 'প্রকৃত অর্থেই সহজ কর' চালু করুক। তিনি বলেন, শুধু মুখের কথা দিয়ে দেশবাসীর 'সময় নষ্ট করা' উচিত নয় সরকারের। নিজেদের অযোগ্যতা স্বীকার করে নিন, নিজেদের ঔদ্ধত্য ছেড়ে ভারতবাসীর কথা শুনুন। Some Suggestions
1. Correct the fundamental flaw in GST architecture to give India a Genuine Simple Tax.
2. Don’t waste India’s time with lip service.
3. Acknowledge your incompetence, shed your arrogance and listen to the people of India.
— Office of RG (@OfficeOfRG) November 10, 2017
সাংবাদিক সম্মেলনে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি জিএসটি-র বিরোধিতা করে বলেন, ৪০-৪৫ শতাংশ পণ্য বা পরিষেবা আওতার বাইরে থাকলে 'এক দেশ,এক কর' ব্যবস্থা হতে পারে না সেটা। সিংভি জিএসটি কাউন্সিলের বৈঠক কেন গুজরাত বিধানসভা নির্বাচনের মুখে বসল, সেই প্রশ্ন তোলেন সিংভি। নরেন্দ্র মোদী ও তাঁর সরকারকে নিশানা করে রাহুল বলেন, বিমুদ্রাকরণ, জিএসটি যে ইস্যুই হোক না কেন, প্রধানমন্ত্রী ও তাঁর সরকার প্রথমে গুলি ছুঁড়ছে, তারপর নিশানা স্থির করছে, ভাবছে। আগে থেকে ভাবনাচিন্তা করছে না। জিএসটির বেলায় এটাই ঘটছে। জিএসটি-র 'বিরাট ধারণা'কে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করে রাহুল বলেন, সরকার তার একগুঁয়েমি, বাগাড়ম্বরের ফলে কর ব্যবস্থা সম্পর্কে আসল উদ্বেগের নিরসন করছে না। যেখানে যেখানে সমস্যা, গণ্ডগোল রয়েছে, সেগুলি দূর করতে হলে সঠিক ভাবনাচিন্তা চাই, ঔদ্ধত্য় দিয়ে কিছু হবে না। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















