এক্সপ্লোর
Advertisement
পুত্রবধূকে কটূক্তির প্রতিবাদ, মালদায় প্রৌঢ়কে হাঁসুয়া দিয়ে কোপাল প্রতিবেশী
অভিযুক্ত নিজেও জখম হয়। তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাকে গ্রেফতার করে মালদা থানার পুলিশ।
করুণাময় সিংহ, মালদা: পুত্রবধূর উদ্দেশে প্রতিবেশীর ক্রমাগত কটূক্তির প্রতিবাদ করেছিলেন। এই ‘অপরাধে’ মালদার মঙ্গলবাড়ি এলাকায় এক ব্যক্তিকে হাঁসুয়া দিয়ে কোপাল অভিযুক্ত প্রতিবেশী। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক, তিনি এসএসকেএমে ভর্তি।
মালদার মঙ্গলবাড়ির ওই গৃহবধূকে মাসকয়েক ধরে রঞ্জন দাস নামে জনৈক প্রতিবেশী উত্যক্ত করছিল বলে অভিযোগ। এ নিয়ে গৃহবধূর পরিবার প্রতিবাদ করলে তাঁদের হুমকি দেওয়া হয়। থানায় অভিযোগ করে বধূর পরিবার। এ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে বিবাদ চরমে ওঠে। তার জেরে গতকাল রাতে বধূর শ্বশুরকে ওই প্রতিবেশী হাঁসুয়া দিয়ে কোপায় বলে অভিযোগ।
অভিযুক্ত নিজেও জখম হয়। তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাকে গ্রেফতার করে মালদা থানার পুলিশ। প্রৌঢ়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement