এক্সপ্লোর
Advertisement
স্ত্রী বলেন, ছাড়া চলবে না, গুলি কিনতে নিউ টাউন যান বরাহনগরের এই ছাপোষা বাসিন্দা
অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, আজ তাঁকে বারাসাত কোর্টে তোলা হবে। অভিযুক্ত ফুচকাওয়ালাকে অবশ্য এখনও গ্রেফতার করা হয়নি।
প্রকাশ সিনহা, কলকাতা: ছোটখাটো কাজ করতেন। যখনই কাজে যেতেন পাশের ঘরের বাসিন্দা জোর করে ঢুকে ধর্ষণ করত তাঁর স্ত্রীকে। দিনের পর দিন এমনটা ঘটার পর স্বামীকে সব খুলে বলেন স্ত্রী। কিন্তু প্রতিশোধ নেওয়া হল না। তার আগেই ধরা পড়ে গেলেন বরাহনগরের নপাড়ার এই বাসিন্দা।
ধৃত ব্যক্তি ও তাঁর স্ত্রী বরাহনগরে ভাড়া থাকতেন। পাশের ঘরের ভাড়া থাকত এক ফুচকাওয়ালা। ধৃতের অনুপস্থিতির সুযোগে দিনের পর দিন তাঁর স্ত্রীকে সে ভয় দেখিয়ে ধর্ষণ করত বলে অভিযোগ। শেষমেষ অভিযোগকারিণী ওই বাড়ি ছেড়ে দিতে বলে স্বামীকে সব কিছু জানান। স্বামী থানায় অভিযোগের কথা বললে স্ত্রী বলেন, তাঁর কাছে কোনও প্রমাণ নেই কিন্তু কিছুতেই ওকে ছাড়া চলবে না। এরপর দুজনে সিদ্ধান্ত নেন, অভিযুক্তকে সরিয়ে দেবেন পৃথিবী থেকে। স্ত্রী অস্ত্র জোগাড় করার কথা বলেন। স্বামী সেইমত একটি পিস্তল জোগাড় করেন, ব্যবস্থা হয় একটি গুলিরও। কিন্তু একটি গুলিতে কার্যোদ্ধার হবে না মনে হওয়ায় ওই ব্যক্তি আরও গুলি কিনতে আসেন নিউ টাউনে।
ইকো পার্ক থানার পুলিশ খবর পায়, নিউ টাউনে এক ব্যক্তি গুলির স্যাম্পেল নিয়ে ঘুরে বেড়াচ্ছে সেইমত আকাঙ্খা মোড় এলাকায় গিয়ে তাঁকে গ্রেফতার করে তারা। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, আজ তাঁকে বারাসাত কোর্টে তোলা হবে। অভিযুক্ত ফুচকাওয়ালাকে অবশ্য এখনও গ্রেফতার করা হয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement