PM Modi: এক ঝটকায় নীতীশের মুঠোয় মোদির আঙুল! চমকে তাকালেন মোদি! তারপর?
Nitish Grabs Modi's Finger:এদিন রাজগিরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধনের অনুষ্ঠানে এমন ঘটনার ভিডিও ভাইরাল।
কলকাতা: পাশাপাশি বসে ছিলেন দুজন- মোদি আর নীতীশ। হঠাৎ নীতীশ ঝুঁকে পড়ে মোদির বাঁ হাত ধরে টানলেন। দেখলেন মোদির ভোট দেওয়ার আঙুল। প্রশ্নসূচক চোখে তাকালেন মোদিও (PM Narendra Modi)। তারপর দেখা গেল দুজনের মধ্যে হাসিমুখে বাক্য বিনিময় হল। এমনই একটি ভিডিও ভাইরাল (Viral Video) হল বুধবার।
এদিন রাজগিরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধনের অনুষ্ঠানে এমন ঘটনার ভিডিও ভাইরাল।
PTI-এর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য অরবিন্দ পানাগরিয়া বক্তব্য় রাখছেন। তারপরে দেখা গেল ক্যামেরা ফোকাস করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর এনডিএ সরকারের অন্যতম প্রধান শরিকদলের প্রধান এবং বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে (Nitish Kumar)। তাঁরা মঞ্চের উপর পাশাপাশি বসেছিলেন। ভিডিওতে দেখা যাচ্ছে, বিহারের মুখ্যমন্ত্রী হঠাৎ প্রধানমন্ত্রীর বাঁ হাত ধরলেন, প্রায় আচমকাই। ভিডিওতে দেখা যাচ্ছে, এমন কাজে সতর্ক হয়ে গিয়েছিলেন নিরাপত্তাকর্মীরাও।
নীতীশ কুমার হাত ধরতেই তাঁর দিকে ঝুঁকে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নীতীশ কুমার খুঁটিয়ে দেখলেন মোদির বাঁ হাতের তর্জনী। তারপরে নিজের বাঁ হাতের তর্জনী দেখালেন প্রধানমন্ত্রীকে। এই ভিডিও এখন ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
VIDEO | #Bihar CM Nitish Kumar checks PM Modi's finger for indelible ink mark during the inauguration event of new campus of #NalandaUniversity in Rajgir.
— Press Trust of India (@PTI_News) June 19, 2024
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/uBkthqzxMm
বুধবার নালন্দা বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪৫৫ একরে বিস্তৃত এই বিশ্ববিদ্যালয়। বিহারের রাজগির জেলায় নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস তৈরি করা হয়েছে। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন একাধিক দেশের কূটনীতিক এবং বিদগ্ধ ব্যক্তি। উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
#WATCH | At the inauguration of the new campus of Nalanda University, Bihar CM Nitish Kumar says, " I welcome Prime Minister Modi, I congratulate and thank him. When I got to know that you are coming here, I was very happy..." pic.twitter.com/Ngt0OpQuc2
— ANI (@ANI) June 19, 2024
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: একাধিক ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি! তালিকায় ধানও, লাভ হবে বাংলার?