![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
COVID-19 Vaccination: নতুন করে নাম রেজিস্ট্রেশন নয় করোনা যোদ্ধা ও স্বাস্থ্যকর্মীদের, নির্দেশিকা কেন্দ্রের
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, টিকা নেওয়ার জন্য় যোগত্যামান নেই এমন অনেকেই নিয়ম ভেঙে টিকা নিয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধা বা স্বাস্থ্যকর্মীদের মধ্যে অনেকেই টিকা নেওয়ার যোগ্য নন। তা সত্ত্বেও নিজেদের নাম নথিভুক্ত করে টিকা নিয়েছেন।
![COVID-19 Vaccination: নতুন করে নাম রেজিস্ট্রেশন নয় করোনা যোদ্ধা ও স্বাস্থ্যকর্মীদের, নির্দেশিকা কেন্দ্রের Not a new name registration for Corona Fighters and Health Workers, Central issue guidelines COVID-19 Vaccination: নতুন করে নাম রেজিস্ট্রেশন নয় করোনা যোদ্ধা ও স্বাস্থ্যকর্মীদের, নির্দেশিকা কেন্দ্রের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/19/fc661f83f7fa846e2320c195c84609df_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: করোনার টিকা নেওয়ার জন্য নতুন করে আর রেজিস্ট্রেশন করাতে পারবেন না প্রথম সারির করোনা যোদ্ধা সহ স্বাস্থ্যকর্মীরা। টিকাকরণের ক্ষেত্রে আর কোনও বিশেষ সুযোগ থাকছে না। শনিবার নির্দেশিকা জারি করে জানিয়ে দিল স্বাস্থ্য মন্ত্রক। কেন এই সিদ্ধান্ত? ইতিমধ্যেই প্রথম সারির করোনা যোদ্ধা বা স্বাস্থ্যকর্মীরা টিকাকরণের জন্য পর্যাপ্ত সময় পেয়েছেন। অন্যান্য় বয়সের মানুষদেরও টিকাকরণের সুবিধা দিতে চাইছে কেন্দ্র। তবে ৪৫ বছরের বেশি যাঁদের বয়স তাঁদের টিকা দেওয়া হবে।
স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, টিকা নেওয়ার জন্য় যোগত্যামান নেই এমন অনেকেই নিয়ম ভেঙে টিকা নিয়েছেন। প্রথম সারির করোনা যোদ্ধা বা স্বাস্থ্যকর্মীদের মধ্যে অনেকেই টিকা নেওয়ার যোগ্য নন। তা সত্ত্বেও নিজেদের নাম নথিভুক্ত করে টিকা নিয়েছেন। স্বাস্থ্যমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, কো-উইন ওয়েবসাইটে রেজিস্ট্রেশনের মাধ্যমে ৪৫ বছর বা তার বেশি বয়সিদের টিকাকরণ চালু থাকবে। একইসঙ্গে যেসব প্রথম সারির করোনা যোদ্ধা বা স্বাস্থ্যকর্মীরা ইতিমধ্যে রেজিস্ট্রেশন করিয়েছেন তাঁদের টিকাকরণ নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে।
স্বাস্থ্যকর্মী সহ প্রথম সারির করোনা যোদ্ধাদের একটি চিঠি দিয়েছে কেন্দ্র। যেখানে বলা হয়েছে, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে টিকাকরণ নিয়ে বৈঠক হয়েছে। প্রথম দফার টিকাকরণের সময়সীমা নিয়ে সমস্যা সামনে এসেছে। ৬০ বছর বা তার বেশি বয়সিদের টিকাকরণ শুরু হলেও স্বাস্থ্যকর্মী সহ প্রথম সারির করোনা যোদ্ধাদের টিকাকরণ শেষ হয়নি। অনেকে করোনা যোদ্ধা বা স্বাস্থ্যকর্মী না হওয়া সত্ত্বেও টিকা নিয়েছেন। এটা কেন্দ্রের নিয়ম বহির্ভূত।
তারা আরও লিখেছে, কেন্দ্রের গাইডলাইন না মেনে অনেকেই নিয়ম বহির্ভূতভাবে টিকাকরণ নিচ্ছেন বা নিয়েছেন। গত কয়েকদিনে এই প্রবণতা ২৪ শতাংশ বেড়েছে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে কথা হয়েছে। আর এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনার টিকা নেওয়ার জন্য নতুন করে আর রেজিস্ট্রেশন করাতে পারবেন না প্রথম সারির করোনা যোদ্ধা বা স্বাস্থ্যকর্মীরা। উল্লেখ্য স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ৭.৪৪ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)