Nuclear Power Plant: পরমাণু শক্তিতে বলীয়ান হবে উত্তর ভারতও! হরিয়ানায় পারমাণবিক কেন্দ্রের ঘোষণা কেন্দ্রের
Nuclear Plant in Northern India: হরিয়ানার গোরক্ষপুরে গড়ে তোলা হবে এই পারমাণবিক শক্তি কেন্দ্র। শনিবারই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ।
নয়াদিল্লি: পরমাণু শক্তিধর হতে চলেছে উত্তর ভারতও। সেখানে গড়ে তোলা হবে পারমাণবিক শক্তি কেন্দ্র। হরিয়ানার গোরক্ষপুরে গড়ে তোলা হবে এই পারমাণবিক শক্তি কেন্দ্র (Nuclear Power Plant)। শনিবারই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ। দেশের রাজধানী দিল্লির উত্তরে, হরিয়ানার গোরক্ষপুরের দূরত্ব ১৫০ কিলোমিটার। সেখানেই কাজ শুরু হতে চলেছে বলে জানিয়েছেন মন্ত্রী (Nuclear Plant in Northern India)। আর কেন্দ্রের এই ঘোষণা ঘিরেই শোরগোল পড়ে গিয়েছে।
শনিবারই ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিংহ
জিতেন্দ্রর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসনকালে দেশের অন্যত্রও পারমাণবিক শক্তি কেন্দ্র গড়ে তোলার অনন্য কৃতিত্ব অর্জন করবে ভারত। এতকাল তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের মতো মূলত দেশের দক্ষিণের অঞ্চল এবং মহারাষ্ট্রের মতো দেশের পশ্চিমের অঞ্চলগুলিতেই পারমাণবিক শক্তি কেন্দ্রগুলি সীমাবদ্ধ ছিল। এ বার উত্তর ভারতেও হতে চলেছে।
উত্তর ভারতকে পারমাণবিক শক্তিধর করে তোলার সপক্ষে জিতেন্দ্র যুক্তি দেন, দেশের পরমাণু শক্তি বৃদ্ধি করতেই এমন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মোদি সরকারের আমলে এখনও পর্যন্ত একসঙ্গে ১০টি পারমাণবিক কেন্দ্র গড়ে তোলায় অনুমোদন মিলেছে। কাঁচামাল এবং অন্য সহায়তার জন্য পরমাণু শক্তি বিভাগকে বিভিন্ন রাষ্ট্রায়াত্ত সংস্থার সঙ্গে যৌথ ভাবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। ভবিষ্যতের কথা ভেবেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন মন্ত্রী।
আরও পড়ুন: Cheetahs from South Africa: বংশবৃদ্ধিই লক্ষ্য, বিদেশ থেকে আরও এক ডজন চিতা ভারতে, আপাতত কোয়রান্টিনে
দেশের পরমাণু শক্তি বিভাগে থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হরিয়ানার গোরক্ষপুরের অণু বিদ্যুৎ পরিযোজনার আওতায় ৭০০ মেগাওয়াটের দু'টি ইউনিট বসানোর কাজ চলছে, যা প্রেসারাইজ়ড হেভি ওয়াটার রিয়্যাক্টর দ্বারা পরিচালিত এবং যা পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে তৈরি। এখনও পর্যন্ত তাতে ৪ হাজার ৯০৬ কোটি টাকা খরচ হয়েছে। বরাদ্দ করা হয়েছে মোট ২০ হাজার ৫৯৪ কোটি টাকা।
দেশের পরমাণু শক্তি বৃদ্ধি করতেই এমন সিদ্ধান্ত!
এর পাশাপাশি, মূল ভবন, ফায়ার ওয়াটার পাম্প হাউজ, সেফটি রিলেটেড পাম্প হাউজ, জ্বালানি মজুতের জায়গা, ভেন্টিলেশন, ওভারহেড ট্যাঙ্ক, সুইচওয়ার্ড কন্ট্রোল বিল্ডিং, সেফটি রিলেটেড এবং নন সেফটি রিলেটেড টানেল এবং ট্রেঞ্চেস, রিটেনিং ওয়ালস এবং গারল্যান্ড ড্রেন তৈরির কাজও চলছে। এ ছাড়াও টার্বাইন বিল্ডিং ১, ২, ২২০ KV সুইচইয়ার্ড এবং IDCT-1A বসানোর কাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে।