PM Modi: চন্দ্রভাগা নদীর উপর দিগন্ত ছোঁয়া ব্রিজ, বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর উদ্বোধনে কাশ্মীরে প্রধানমন্ত্রী, আজ আরও কী কী পাবে গ্রীন সিগন্যাল ?
PM Modi in Kashmir:পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের পর প্রথমবার জম্মু-কাশ্মীরে প্রধানমন্ত্রী, আজ মোদির হাত ধরে কী কী উদ্বোধন ?

নয়াদিল্লি: পহেলগাঁও হামলা ও অপারেশন সিঁদুরের পর প্রথমবার জম্মু-কাশ্মীরে প্রধানমন্ত্রী। চন্দ্রভাগা নদীর উপর বিশ্বের সর্বোচ্চ আর্চ ব্রিজের উদ্বোধন করবেন তিনি। কাটরা, বৈষ্ণোদেবী থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত ট্রেনকেও সবুজ পতাকা দেখাবেন মোদি।
আরও পড়ুন, সিকিমের ভয়াবহ ভূমিধস থেকে ৬৩ জন পর্যটককে কপ্টারে করে উদ্ধার, এখনও নিখোঁজ ১৫ !
আজ বিশ্বের সর্বোচ্চ আর্চ রেলসেতু- চেনাব সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এদিনই তাঁর হাত ধরে উদ্বোধন হবে দেশের প্রথম কেবল রেলসেতু অঞ্জী ব্রিজের। উপত্যকায় নতুন দু’টি বন্দে ভারত ট্রেনেরও সূচনাও হতে চলেছে প্রধানমন্ত্রীর হাত ধরে। কাশ্মীরে মোট ৪৬ হাজার কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে মোদির। চন্দ্রভাগা নদীর ৩৫৯ মিটার উঁচুতে তৈরি চেনাব আর্চ রেলসেতু, যার দৈর্ঘ্য় ১ হাজার ৩১৫ মিটার। জম্মু ও শ্রীনগরের সংযোগকারী হিসেবে কাজ করবে এই সেতু। নির্মাতাদের দাবি, ভূমিকম্প টলাতে পারবে না চেনাব সেতুকে। এর ফলে ৩ ঘণ্টাতেই পৌঁছনো যাবে কাটরা থেকে শ্রীনগর।
প্রধানমন্ত্রীর কর্মসূচি উপলক্ষে জম্মু-কাশ্মীর জুড়ে ছড়িয়েছে ব্যাপক উদ্দীপনা। ইতিমধ্যেই স্টেশনে প্রচুর স্কুল পড়ুয়া হলুদ পেপারে স্বাগত বার্তা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রীকে। শেষ অবধি পাওয়া খবর,রেলসেতু উদ্বোধনের সঙ্গে মোদি বলেন,'উধমপুর, শ্রীনগর, বারামুলার এই রেল-প্রকল্প জম্মু কাশ্মীরের নতুন ক্ষমতার পরিচয়। জম্মু ও কাশ্মীর ২ টি বন্দে ভারত ট্রেন পেল। চেনাব ও আঞ্জি সেতুর উদ্বোধন। জম্মু ও কাশ্মীরের লক্ষ লক্ষ মানুষের স্বপ্নপূরণ হল আজ। চেনাব সেতু আইফেল টাওয়ারের থেকেও উঁচু। চেনাব সেতু নিজেই একটি পর্যটন কেন্দ্র হবে। আঞ্জি সেতুও উন্নত মানের ইঞ্জিনিয়ারিংয়ের উদাহরণ। বিকশিত ভারতের স্বপ্ন যত বড়, আমাদের সামর্থ্য ও সাহস ততটাই বড়।''যত ভাল কাজ আমার জন্যই রাখা আছে', নাম না করে জয়রাম রমেশের কটাক্ষের জবাবে বললেন মোদি।
এদিন তিনি বলেন,'জম্মু ও কাশ্মীরে MBBS -এর আসনের সংখ্যা ৫০০ থেকে বেড়ে ১৩০০ হয়েছে। উজালা ভারতে ৫ কোটি, প্রধানমন্ত্রী গ্রাম আবাস যোজনায় চার কোটি টাকা দেওয়া হয়েছে। আয়ুষ্মান ভারত যোজনায় বিনামূল্যে ৫ লক্ষ টাকার চিকিৎসা। জম্মু ও কাশ্মীর ভারতের সাংস্কৃতিক গৌরব। গত ১১ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্য সীমা পেরিয়ে ওপরে উঠে এসেছেন। কেন্দ্র দরিদ্র ও মধ্যবিত্তদের পাশে রয়েছে। নতুন প্রজন্মের জন্য আয়ের নতুন উৎস তৈরি করে চলেছে'























