Vande Bharat Express: দক্ষিণ ভারতের প্রথম বন্দে-ভারত এক্সপ্রেস, বেঙ্গালুরুতে সবুজ পতাকা মোদির
Narendra Modi: ট্রেনটি চেন্নাই থেকে মাইসুরু যাতায়াত করবে। সারা দেশে এটি পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস।
বেঙ্গালুরু: দক্ষিণ ভারতে এই প্রথম চালু হল বন্দে ভারত এক্সপ্রেস। কর্নাটক সফরে গিয়ে বেঙ্গালুরু থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি চালু করলেন বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার বেঙ্গালুরুর কেএসআর (KSR) রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটিকে সবুজ পতাকা দেখান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ট্রেনের রুট:
এই ট্রেনটি চেন্নাই থেকে মাইসুরু যাতায়াত করবে। সারা দেশে এটি পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস। দক্ষিণ ভারতে এটি প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, শিল্পের হাব চেন্নাই এবং তথ্যপ্রযুক্তি ও স্টার্টআপ-এর হাব বেঙ্গালুরু এবং পর্যটনকেন্দ্র মাইসুরুর মধ্য়ে যোগাযোগ আরও মসৃণ করবে এই ট্রেনটি।
The Chennai-Mysuru Vande Bharat Express will boost connectivity as well as commercial activities. It will also enhance ‘Ease of Living.’ Glad to have flagged off this train from Bengaluru. pic.twitter.com/zsuO9ihw29
— Narendra Modi (@narendramodi) November 11, 2022
বন্দে ভারত এক্সপ্রেসের বিশেষত্ব:
এটি সেমি হাই-স্পিড ট্রেন। যা ১৬০-১৮০ কিলোমিটার প্রতিঘণ্টার গতিবেগে চলতে পারে। চেন্নাই-মাইসুরু বন্দে ভারত এক্সপ্রেস ৪০টি স্টেশনে থেমেছে। শনিবার থেকে শুরু হবে নিয়মিত যাতায়াত। সপ্তাহে ছদিন চলবে এই ট্রেন।
আরও একটি ট্রেন:
এদিনই কেএসআর রেল স্টেশন থেকে ভারত গৌরব কাশী দর্শন ট্রেনটিও চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কর্নাটকই প্রথম রাজ্য যেটি ভারত গৌরব প্রকল্পের অধীনে ট্রেন চালু করতে রেল মন্ত্রকের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে। এই ট্রেনের মাধ্য়মে কর্নাটক থেকে তীর্থযাত্রীদের কাশী যাওয়া সহজ হবে।
এদিনই বেঙ্গালুরুতে কেম্পেগৌড়া বিমানবন্দরে নন্দাপ্রভু কেম্পেগৌড়ার ১০৮ ফুট লম্বা মূর্তির উন্মোচন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বন্দে ভারতে সমস্যা:
এর আগেও খবরের শিরোনামে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস। তবে তা অন্য কারণে। সম্প্রতি একাধিক দুর্ঘটনা ঘটেছে এই এক্সপ্রেসে। কদিন আগেই নয়াদিল্লি স্টেশন থেকে রওনা দেয় বন্দেভারত ২২৪৩৬ ট্রেনটি। কিন্তু খুরজা স্টেশনেই ট্রেনটির গতিরুদ্ধ হয়। রেল সূত্রে জানা গিয়েছে, দানকুর এবং ওয়েইর স্টেশনের মাঝে গতিরুদ্ধ হয়ে যায় ট্রেনটির। সি-৮ কোচের বল বিয়ারিং চেপে বসে ট্র্য়াকশন মোটরটি বিকল হয়ে যায়। তার ফলে বসে যায় ট্রেনের চাকা। তার আগে মোষের ধাক্কায় মুম্বই–গান্ধীনগর বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ক্ষতিগ্রস্ত হয়। গৈরতপুর–বতবা স্টেশনের মাঝে দুর্ঘটনার মুখে পড়ে বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রা পথের মধ্যেই মোষের পালের সঙ্গে ধাক্কা লাগে ট্রেনের। ধাক্কা লাগার জেরে ট্রেনের সামনের অংশটি ক্ষতিগ্রস্ত হয়। তবে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ট্রেনকে। মাত্র ৮ মিনিটের মধ্যেই মোষের মৃতদেহ সরিয়ে ফের যাত্রা শুরু করে ট্রেন।
আরও পড়ুন: আইটি স্টকে বুম ! এইচডিএফসি মার্জারের খবরে দুরন্ত গতি দেখল বাজার, সোমে ফের পতন ?