(Source: ECI/ABP News/ABP Majha)
TMC Attacked in Tripura: ত্রিপুরায় তৃণমূলের প্রচার কর্মসূচিতে হামলা, সুস্মিতা দেবকে শারীরিক নিগ্রহের অভিযোগ, তীব্র আক্রমণ অভিষেকের
বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরায় দুয়ারে গুন্ডারাজ চলছে, আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
আমতলি বাজার (ত্রিপুরা) : ত্রিপুরায় প্রচার কর্মসূচির মাঝে ফের আক্রান্ত তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব সহ কর্মী-সমর্থকদের শারীরিক নিগ্রহের অভিযোগ। ভাঙচুর করা হয় তৃণমূলের প্রচার-গাড়ি। আগামী ডিসেম্বর মাসে ত্রিপুরায় পুরভোট, সেই জন্য 'ত্রিপুরার জন্য তৃণমূল' প্রচার-গাড়িতে আজ থেকে জনসম্পর্ক অভিযান শুরু করে তৃণমূল। সুস্মিতা দেবের নেতৃত্বে সেই প্রচার গাড়ি ত্রিপুরার আমতলি বাজারেরে কাছে পৌঁছতে গাড়ির ওপর হামলা হয়। তৃণমূলের অভিযোগ গাড়ি ভাঙচুর করার পাশাপাশি শারীরিকভাবে নিগ্রহ করা হয় সুস্মিতা দেব সহ তৃণমূলের কর্মী-সমর্থকদের। আপাতত সুস্মিতা দেব সহ বাকি তৃণমূল কর্মী-সমর্থকদের আইএসএল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সুশ্রুষার জন্য। তৃণমূলের পক্ষ থেকে বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। যদিও এই বিষয়ে বিজেপির প্রতিক্রিয়া মেলেনি।
তৃণমূলের প্রচার গাড়িতে হামলা ও রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে শারীরিকভাবে নিগ্রহের জেরে ত্রিপুরার বিজেপি সরকার ও মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে তীব্র আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'বিপ্লব দেবের নেতৃত্বে ত্রিপুরায় দুয়ারে গুন্ডারাজ চলছে। রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে আক্রমণ যেন নতুন নজির গড়ছে। রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবকে এভাবে শারীরিকভাবে নিগ্রহ চূড়ান্ত লজ্জাজনক। বিজেপির গুণ্ডারা রাজনৈতিক সন্ত্রাস চালাচ্ছে ত্রিপুরাতে। সময় ঘনিয়ে আসছে, সব উত্তর ত্রিপুরার মানুষই দেবেন।' যে বক্তব্যের সঙ্গে তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে ট্যাগও করেছেন।
প্রসঙ্গত, গত কয়েকমাসে একাধিকবার ত্রিপুরার আক্রান্ত হয়েছে তৃণমূল কংগ্রেস। প্রত্যেকবারই এই রাজ্যের শাসক দলের নিশানা ত্রিপুরার শাসকদল বিজেপির বিরুদ্ধে।
আরও পড়ুন- ত্রিপুরায় ধলাই জেলার আমবাসায় আক্রান্ত তৃণমূল, দেবাংশুদের গাড়িতে ভাঙচুর
আরও পড়ুন- ত্রিপুরার খোয়াই ও খয়েরপুরে দুই তৃণমূলকর্মীর বাড়িতে হামলার অভিযোগ