Left-Congress Alliance: "কংগ্রেসের সঙ্গে জোট হলে একলা লড়বে ফরওয়ার্ড ব্লক", পুরভোটে জোট নিয়ে দ্বন্দ্বে বামেরা
Forward block does not want alliance with Congress : এবারের বিধানসভা ভোটে বামফ্রন্ট ও কংগ্রেস জোট বেঁধে লড়াই করেছিল। তাদের জোটের শরিক ছিল আইএসএফও...
কলকাতা : পুরভোটের আগে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে বাম শিবিরে ভিন্ন মত। জোট নিয়ে সিপিএম-ফরওয়ার্ড ব্লকের দ্বিমত প্রকাশ্যে চলে এল। "কংগ্রেসের সঙ্গে জোটে হতাশ হয়েছেন কর্মী-সমর্থকরা। কংগ্রেসের সঙ্গে জোট হলে একলা লড়বে ফরওয়ার্ড ব্লক", এমনই হুঁশিয়ারি দিয়েছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়।
অন্যদিকে পুরভোটে কংগ্রেস সহ ধর্মনিরপেক্ষ সব দলের জোটের পক্ষে সওয়াল করেছেন সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, "আমরা জোট ভাঙিনি, সিপিএমের মতের ঠিক নেই। আইএসএফের সঙ্গে জোটে থাকব না।"
এবারের বিধানসভা ভোটে বামফ্রন্ট ও কংগ্রেস জোট বেঁধে লড়াই করেছিল। তাদের জোটের শরিক ছিল আইএসএফও। কিন্তু বিধানসভা ভোটের পর সদ্যসমাপ্ত উপনির্বাচনে বাম ও কংগ্রেসের মধ্যে জোট হয়নি। নিজেদের মতো করে শক্তি অনুযায়ী, আসনগুলিতে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নেয় বামফ্রন্ট ও কংগ্রেস।
খুব শীঘ্রই রাজ্য পুরসভাগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে বলে খবর। এই পরিস্থিতিতে ফের বামফ্রন্ট ও কংগ্রেসের জোট নিয়ে দুই পক্ষের আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেছেন, ‘স্থানীয় স্তরের নেতাদের মতামতের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেবে দল।’
এর আগে বিধানসভা ভোটের আগেও রাজ্যে পুরভোটের সম্ভাবনা দেখা দিয়েছিল। সেই সময় বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে সমঝোতার ব্যাপারে প্রায় ৯০ শতাংশ চূড়ান্ত হয়ে গিয়েছিল বলে খবর। কিন্তু সেই সময় পুরভোট হয়নি। এবার ফের রাজ্যে পুর ভোট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এই আবহে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে নতুন করে আলোচনার ইঙ্গিত দেয় বামেরা।
রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু বলেছিলেন, বামফ্রন্টের মধ্যে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। বামফ্রন্টের বৈঠকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আলোচনা হবে। বিধানসভা ভোটের আগে পুরভোটে জোট নিয়ে বোঝাপড়া ৯০ থেকে ৯৫ শতাংশ হয়ে গিয়েছিল। কিন্তু এখন জোট নিয়ে কী হবে, তা নিয়ে ফের আলোচনা হবে।