এক্সপ্লোর
'ব্যাচমেট', 'বন্ধু' ওমর আবদুল্লার মুক্তি চেয়ে সরব পূজা বেদী
ওমর একা নন, গৃহবন্দি করে রাখা হয়েছে তাঁর বাবা তথা রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা ও আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকেও।

নয়াদিল্লি: এক মাস পেরতে চলল, গৃহবন্দি রয়েছেন ওমর আবদুল্লা। আগস্টের গোড়ায় কেন্দ্রের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সময় থেকে গৃহবন্দি করা রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। নানা মহল তাঁর মুক্তির দাবিতে সরব হয়েছে। এবার অভিনেত্রী পূজা বেদী ট্যুইট করে ওমরের মুক্তি চাইলেন। তিনি আশাবাদী, শীঘ্রই কেন্দ্রের সরকার শীঘ্রই ওমরকে মুক্তি দেওয়ার কোনও পরিকল্পনা বা সিদ্ধান্ত জানাবে। ওমর তাঁর ব্যাচমেট, পারিবারিক বন্ধু বলে ট্যুইটে উল্লেখ করেছেন পূজা।
Its been almost a month since @OmarAbdullah has been detained. He's my batchmate, & a family friend (we go back 3 generations). I hope the Govt puts a plan in place soon for his release as this clearly can't go on forever! Solutions MUST b found @Nidhi @BDUTT @PMOIndia @AmitShah
— Pooja Bedi (@poojabeditweets) September 2, 2019
ওমর একা নন, গৃহবন্দি করে রাখা হয়েছে তাঁর বাবা তথা রাজ্যের তিনবারের মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা ও আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকেও। ট্যুইটে প্রধানমন্ত্রীর অফিস (পিএমও), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও কয়েকজন সাংবাদিককে ট্যাগ করেছেন পূজা। লিখেছেন, প্রায় এক মাস হতে চলল ওমর আবদুল্লাকে আটক রাখা হয়েছে। তিনি আমারই ব্যাচের, পরিবারের বন্ধুও (তিনটি প্রজন্ম ধরে আমাদের সম্পর্ক)। আশা করছি, ওঁকে ছেড়ে দেওয়ার ব্যাপারে শীঘ্রই কোনও পরিকল্পনা জানাবে সরকার। কারণ এটা অনন্ত কাল চলতে পারে না। সমাধানসূত্র অবশ্যই খুঁজতে হবে। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















