এক্সপ্লোর
Advertisement
বিরাটাপর্বম ছবিতে প্রিয়ামণিকে দেখা যাবে নকশাল নেত্রীর ভূমিকায়
ছবিটি পরিচালনা করছেন বেণু উড়ুগুলা। রাণা, সাই পল্লবী ও প্রিয়ামণি ছাড়াও এতে দেখা যাবে নন্দিতা দাশ, জারিনা ওয়াহাব, সাই চাঁদ, নবীন চন্দ্র প্রমুখকে।
হায়দরাবাদ: অভিনেত্রী প্রিয়ামণিকে এবার তাঁর অনুরাগীরা এমন এক চরিত্রে দেখতে পাবেন, যা তিনি আগে কখনও করেননি। বিপ্লবী নেত্রী কমরেড ভারতাক্কার ভূমিকায় দেখা যাবে তাঁকে।
ছবির নাম বিরাটাপর্বম। তেলুগু দর্শকরা দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করছেন ছবিটির। প্রিয়ামণির জন্মদিনেই নির্মাতারা প্রকাশ করেছেন ছবির ফার্স্ট লুক। প্রিয়াকে তাতে পুরো কালো পোশাকে দেখা যাচ্ছে। ছবির নায়ক রাণা দাগ্গুবাতি, নায়িকা সাই পল্লবী।
দ্বিতীয়বার ছবির জগতে পা রাখার পর চরিত্র বাছাই নিয়ে খুবই খুঁতখুঁতে হয়ে উঠেছেন প্রিয়ামণি। তবে বিরাটাপর্বম-এ ভারতাক্কার চরিত্র তাঁর পছন্দ বলে জানিয়েছেন। নির্মাতাদের দাবি, এই ছবির মুখ্য চরিত্রদের এমন ভূমিকায় দেখা যাবে যাতে আগে তাঁদের কখনও দেখা যায়নি। অল্প একটু অংশ বাদে শেষ হয়েছে ছবির শ্যুটিংও।
ছবিটি পরিচালনা করছেন বেণু উড়ুগুলা। রাণা, সাই পল্লবী ও প্রিয়ামণি ছাড়াও এতে দেখা যাবে নন্দিতা দাশ, জারিনা ওয়াহাব, সাই চাঁদ, নবীন চন্দ্র প্রমুখকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement