এক্সপ্লোর
Advertisement
রঞ্জি ট্রফির ম্যাচে উইকেট নিলেন পূজারা, শেয়ার করলেন ভিডিও, মজাদার মন্তব্য শিখরের
ভারতীয় দলের দুই ক্রিকেটার চেতেশ্বর পূজারা ও শিখর ধবন এখন তাঁদের নিজ নিজ দলের হয়ে রঞ্জি ট্রফিতে খেলছেন। দিল্লির হয়ে দুরন্ত সেঞ্চুরি করেছেন শিখর। পূজারা প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে রান পাননি। তবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে বল হাতেও দলের হয়ে কার্যকরী ভূমিকা নিলেন পূজারা। বল করতে এসেই দ্বিতীয় বলে উইকেট তুলে নিলেন তিনি।
নয়াদিল্লি: ভারতীয় দলের দুই ক্রিকেটার চেতেশ্বর পূজারা ও শিখর ধবন এখন তাঁদের নিজ নিজ দলের হয়ে রঞ্জি ট্রফিতে খেলছেন। দিল্লির হয়ে দুরন্ত সেঞ্চুরি করেছেন শিখর। পূজারা প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করলেও দ্বিতীয় ইনিংসে রান পাননি। তবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে বল হাতেও দলের হয়ে কার্যকরী ভূমিকা নিলেন পূজারা। বল করতে এসেই দ্বিতীয় বলে উইকেট তুলে নিলেন তিনি। মোহিত শর্মা মাত্র সাত রান করে তাঁর বলে আউট হয়ে যান। পূজারাকে বোলিং করতে দেখতে অভ্যস্ত নন ক্রিকেটপ্রেমীরা।সেই পূজারাই বল হাতে সাফল্য পাওয়ার ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন পূজারা। তাঁর বিপক্ষ ব্যাটসম্যানকে আউট করা এবং তারপর উচ্ছ্বাস প্রকাশের ভিডিও পূজারা ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
আর এই ভিডিও নিয়ে পূজারার সঙ্গে রসিকতা করতে ছাড়লেন না শিখর। পূজারার বোলিংয়ের প্রশংসার পাশাপাশি শিখরের সরজ মন্তব্য, ভাই রানিং-এর সময়ও কখনও এত দ্রুত দৌড়োও। এমনিতে ভালো বল করেছ (ভাই কভি ইতনে তেজ স্প্রিন্ট রানিং করতে ওয়ক্ত ভি মার লিয়া কর।ওয়েল বোল্ড অ্যায়সে)। পূজারার বোলিংয়ের প্রশংসা করেছেন ভারতীয় দলের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও। তাঁর মন্তব্য, অবিশ্বাস্য! এখন আরও বেশি বল করার সময় এসেছে। পূজারা দ্বিতীয় ইনিংসে ব্যাটে রান না পাওয়ায় সৌরাষ্ট্র উত্তরপ্রদেশের কাছে হেরে গিয়েছে। প্রথম ইনিংসে সৌরাষ্ট্রর ৩৩১ রানের জবাবে উত্তরপ্রদেশ ৫২৩ রান করে। ১৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্র ১২০ রানে অল আউট হয়ে যায়।View this post on InstagramThe day when I changed my Batsman status to an All-rounder 😂😂
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement