Pune Night Curfew : কাল সন্ধে থেকে নাইট কার্ফু, বন্ধ থাকবে বার, হোটেল, রেস্তোরাঁ
ছাড় হোম ডেলিভারিকে।
পুনে: ক্রমবর্ধমান করোনা। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। সমস্যা মোকাবিলায় নাইট কার্ফুর রাস্তায় যাচ্ছে পুনে প্রশাসন। প্রশাসনের তরফে ডিভিশনাল কমিশনার সৌরভ রাও ঘোষণা করেছেন, আগামীকাল সন্ধে ৬ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত পুনেতে কার্ফু জারি থাকবে। সাতদিনের জন্য বন্ধ থাকবে বার, হোটেল, রেস্তোরাঁ।
উত্তরোত্তর সংক্রমণ বৃদ্ধির জেরে বৈঠকে বসেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, বার, হোটেল, রেস্তোরাঁ, ধর্মীয় স্থান আগামী ৭ দিন বন্ধ থাকবে। ডিভিশনাল কমিশনার সৌরভ রাও জানিয়েছেন, তবে রাত ১০টা পর্যন্ত বন্ধ থাকবে খাবারের পার্সেল এবং ডেলিভারি ব্যবস্থা। আগামীকাল, শনিবার থেকেই এই নিয়ম কার্যকর হবে। পরের সপ্তাহে শুক্রবার পরিস্থিতি মূল্যায়ন করা হবে। একইসঙ্গে রাও জানান, কোনও সাংস্কৃতিক বা রাজনৈতিক অনুষ্ঠান করা যাবে না আগামী ৭ দিন। শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানে ছাড়পত্র দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে বিয়ের অনুষ্ঠানে সর্বাধিক ৫০ জন উপস্থিত থাকতে পারবেন। কোনও ব্যক্তির মৃ্ত্যুর পর শেষযাত্রায় অংশ নিতে পারবেন ২০ জন।
সৌরভ রাও বলেন, সাধারণ মানুষের জন্য আমরা বেশ কিছু ব্য়বস্থা নিয়েছি। সাময়িকভাবে মানুষের সমস্যা হলেও সংক্রমণ রোধ করতে কার্যকর হবে এই সিদ্ধান্ত। তবে পুনেতে সরকারি বাস পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছেন রাও। তিনি জানিয়েছেন, জরুরি পরিষেবার জন্য পুনেতে বাস চালু থাকবে। অন্যান্য় সংস্থার কর্মীদের যাতায়াতে প্রয়োজন হলে পুনের বাস পরিষেবা পিএমপিএমএল থেকে বাস তিনি পারবে বলে জানিয়েছেন সৌরভ রাও।
ডিভিশনাল কমিশনারের কথায়, টিকাকরণ কর্মসূচিতেও আরও বেশি নজর দেওয়া হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে দৈনিক টিকাকরণের সংখ্যা ১ লক্ষ ছুঁয়ে ফেলা লক্ষ্য প্রশাসনের। সৌরভ রাও বলেন, সারা দেশের প্রধান শহরগুলির মধ্যে পুনেতে সবথেকে দ্রুত গতিতে টিকাকরণ হচ্ছে। বৃহস্পতিবার ৫৭ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। তাঁর দাবি, আগামী দুদিনের মধ্যে এই সংখ্যা ৮০ হাজার করা হবে। এরপর লক্ষ্য ১ লক্ষ।