Punjab News: পাঞ্জাবের গ্রামে রাতে বিকট আওয়াজ, সকালে রহস্যজনক রকেটের ধ্বংসাবশেষ! চরম আতঙ্কে স্থানীয়রা
বৃহস্পতিবার সকালে পাঞ্জাবের অমৃতসরে রহস্যজনক রকেট। গতকাল রাতে জেঠুওয়াল গ্রামে রকেটের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল

নয়া দিল্লি: পহেলগাঁওকাণ্ডের পর থেকেই নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গোলাগুলি বর্ষণ করছে পাক সেনা। অপারেশন সিঁদুরের পরও অশান্ত সীমান্ত। পাকিস্তানে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিলেও এখনও থামেনি টার্গেট করে চলেছে পাকিস্তান। এরই মধ্যে বুধবার মধ্যরাতে পাঞ্জাবের সীমান্তবর্তী জেলা অমৃতসরের বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শুনতে পান, এমনকী আকাশে আলোর ঝলকানিও দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা।
এরপর বৃহস্পতিবার সকালে পাঞ্জাবের অমৃতসরে রহস্যজনক রকেট। গতকাল রাতে জেঠুওয়াল গ্রামে রকেটের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। সন্দেহ হয় গ্রামবাসীদের। অমৃতসরের ওই গ্রামে রকেট কোথা থেকে এল, জানতে সেটি নিয়ে যায় ভারতীয় সেনা।
#WATCH | Projectile debris found in an open field in a border village of Amritsar district in Punjab pic.twitter.com/85MYeCmQ9w
— ANI (@ANI) May 8, 2025
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অ্যাডভোকেট জসবিন্দর সিং জানান যে রাত ১টা থেকে ২টার মধ্যে বিকট বিস্ফোরণের শব্দে বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন এবং কী ঘটেছে তা পরীক্ষা করার জন্য যখন তারা বাইরে বের হন, তখন তারা আকাশে "আলোকিত বস্তু" দেখতে পান। তিনি বলেন, পাশের একটি বাড়ির বারান্দায় ধাতুর টুকরো পাওয়া গেছে। মাজিথা থানার পান্ধের গ্রাম থেকে আরেকটি জিনিস পাওয়া গেছে। এ প্রসঙ্গে এখনও পুলিশের তরফে কিছু জানান হয়নি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সঙ্গে বৈঠকের পর 'প্রশাসনিক প্রয়োজনে' পাঞ্জাব প্রদেশের পুলিশের সব ছুটি বাতিল হয়েছে বলেও খবর।
এদিকে যেহেতু এখনও সীমান্তে যুদ্ধের আঁচ রয়েছে, এই পরিস্থিতিতে রাজস্থানের জোধপুরে সরকারি-বেসরকারি সমস্ত স্কুল ও অঙ্গনওয়াড়ি শিক্ষাকেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অপারেশন সিঁদুরের পর ভারতের ২৭টি বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করে দেওয়া হল। এর মধ্যে রয়েছে শ্রীনগর, জম্মু, লেহ্, চণ্ডীগড়, অমৃতসর, পাঠানকোট, সিমলা, ধর্মশালা, জয়সলমের, জামনগর, রাজকোট, পোরবন্দর, ভুজ, গোয়ালিয়র, হিন্ডন-সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর।






















