এক্সপ্লোর
Advertisement
‘ধর্ষণকে রাজনৈতিক অস্ত্র করেছেন’, রাহুলের বিরুদ্ধে ‘সম্ভাব্য কঠোরতম পদক্ষেপ’ চেয়ে নির্বাচন কমিশনে বিজেপি মহিলা এমপিরা
রাহুলের ‘রেপ ইন ইন্ডিয়া’ কটাক্ষকে ‘ভয়ঙ্কর’ আখ্যা দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও বলেন, একজন সিনিয়র কংগ্রেস নেতা মহিলাদের সম্ভ্রমের কথা ভুলে গিয়েছেন, এটাই লজ্জার কথা।
নয়াদিল্লি: রাহুল গাঁধীর বিরুদ্ধে ধর্ষণ নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ বিজেপির মহিলা এমপিদের প্রতিনিধিদলের। কংগ্রেস নেতার বিরুদ্ধে ‘সম্ভাব্য কঠোরতম পদক্ষেপ’ দাবি করেছেন তাঁরা। দলে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, সরোজ পান্ডে প্রমুখ। ঝাড়খন্ডে বিধানসভা ভোট মাথায় রেখে রাহুল ধর্ষণকে ‘রাজনৈতিক হাতিয়ার’ হিসাবে কাজে লাগাচ্ছেন বলে অভিযোগ করেন স্মৃতি। বিজেপি নেতা-নেত্রীরা আজ বিকালে কমিশনে যান।
রাহুল গতকাল ঝাড়খন্ডে নির্বাচনী জনসভায় বলেছিলেন, নরেন্দ্র মোদী ‘মেক ইন ইন্ডিয়া’র কথা বলেছেন, কিন্তু আজকাল যেদিকেই তাকান, মনে হবে ‘রেপ ইন ইন্ডিয়া’। উত্তরপ্রদেশে মোদীর দলের বিধায়ক একটি মেয়েকে ধর্ষণ করলেন, মেয়েটি পরে দুর্ঘটনায় পড়ল। কিন্তু মোদী একটি কথাও বলেননি! রাহুল উন্নাও ধর্ষণ মামলার প্রসঙ্গ টানেন। ওই মামলায় অভিযুক্ত কুলদীপ সিংহ সেঙ্গার বিজেপি বিধায়ক। তাঁকে বিজেপি বহিষ্কার করেছে।
রাহুলের মন্তব্যের তীব্র নিন্দা করে বিজেপি দাবি করেছে, তাঁকে ক্ষমা চাইতে হবে। স্মৃতি বলেন, ইতিহাসে এই প্রথম একজন নেতা উদাত্ত আহ্বান করছেন, মহিলা ধর্ষণ হওয়া উচিত। রাহুল গাঁধীর কি দেশের মানুষকে এটাই বার্তা? তাঁর ক্ষমা চাওয়ার দাবি করে স্মৃতি অভিযোগ করেন, রাহুলের মন্তব্য রাজনৈতিক ব্যঙ্গ-বিদ্রূপের পর্যায়ে পড়ে, এজন্য তাঁর শাস্তি হওয়া উচিত। রাহুলের ‘রেপ ইন ইন্ডিয়া’ কটাক্ষকে ‘ভয়ঙ্কর’ আখ্যা দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও বলেন, একজন সিনিয়র কংগ্রেস নেতা মহিলাদের সম্ভ্রমের কথা ভুলে গিয়েছেন, এটাই লজ্জার কথা।
অর্থনীতি চাঙ্গা করতে সরকার কী কী করছে, ব্যাখ্যা করতে ডাকা সাংবাদিক বৈঠকে রাহুলের মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া চাওয়া হলে নির্মলা বলেন, আমরা নারী সুরক্ষা, তাদের মান-মর্যাদা নিয়ে কথা বলছি। আমি এ নিয়ে পাল্টা আক্রমণ করতে পারতাম। কংগ্রেসের একজন প্রথম সারির নেতা মহিলাদের সম্মানের কথা ভুলে এমন কথা বলছেন, এটা লজ্জার। তিনি আরও বলেন, হতে পারে আমরা ওদের বিরোধী শিবিরে, কিন্তু দেশের কথা বলার সময় আমাদের সবার সুর এক হওয়া উচিত বলেই মনে হয়।
রাহুল অবশ্য বিজেপির সমালোচনা উড়িয়ে জানিয়ে দিয়েছেন, তিনি কখনই ক্ষমা চাইবেন না, উল্টে দাবি করেছেন, নরেন্দ্র মোদীর একটি পুরানো ভিডিও আছে যাতে তিনি দিল্লি ইউপিএ শাসনে ‘ধর্ষণ রাজধানী’ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছিলেন, ফলে তাঁরই ক্ষমা চাওয়া উচিত। রাহুল বলেছেন, বিজেপির কাছে কোনওদিন ক্ষমা চাইব না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
খবর
Advertisement