Railway Reservation Update: ৭ দিন ৬ ঘণ্টা করে বন্ধ রেলের রিজার্ভেশন, জেনে নিন আসল কারণ
Railway Reservation Update: রেল মন্ত্রক জানিয়েছে, কোভিডকালের (Covid-19) আগে যে ধরনের রিজার্ভেশন ব্যবস্থা ছিল তা পুনরুদ্ধার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Railway News: আগামী সাতদিন ৬ ঘণ্টা করে বন্ধ থাকবে রেলওয়ের রিজার্ভশেন ব্যবস্থা (Railway Reservation System)। রেল মন্ত্রক জানিয়েছে, কোভিডকালের (Covid-19) আগে যে ধরনের রিজার্ভেশন ব্যবস্থা ছিল তা পুনরুদ্ধার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ ও ১৫ নভেম্বর রাত থেকে ২০ ও ২১ নভেম্বর সকাল ১১.৩০ থেকে ৫.৩০ পর্যন্ত সিস্টেমটি বন্ধ থাকবে।
রেলমন্ত্রকের তরফে আরও বলা হয়েছে, প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম ছাড়াও টিকিট বুকিং, বাতিল, রেলের পরিষেবা সংক্রান্ত নির্দিষ্ট ইনফরমেশন সার্ভিস সবই আগামী ৭ দিন ৬ ঘণ্টা করে বন্ধ থাকবে। তবে মন্ত্রক জানিয়েছে, প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম ছাড়া বাকি রেল সংক্রান্ত সব ধরনের ইনফরমেশন সার্ভিস চালু থাকবে।
২০ মাস পর স্বাভাবিক অবস্থায় ফিরেছে ভারতীয় রেল
২০ মাস পর আবারও স্বাভাবিক হয়েছে ভারতীয় রেলের পরিস্থিতি। কোভিড-১৯-এর সময় ট্রেনের পরিষেবা প্রত্যাহার করেছিল রেল।যদিও পরিস্থিতি স্বাভাবিকের পথে যাওয়ায় সম্প্রতি রেলওয়ে ট্রেন থেকে স্পেশ্যাল স্টেটাসও সরিয়ে নিয়েছে। কোভিড-১৯ পূর্ববর্তী সময়ের মতোই এখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এ ছাড়া ভাড়াও হবে আগের মতোই।
দেশের সাম্প্রতিক অতীত বলছে, কোভিড প্রোটোকলের কারণে রেল বিশেষ ট্রেন চালানো শুরু করে। ট্রেনে ভিড় নিয়ন্ত্রণে রেখেই এই যাত্রা শুরু করে রেল। সেই সময় বিশেষ ক্যাটিগরির ট্রেনের ভাড়া সাধারণ ট্রেনের তুলনায় ৩০ শতাংশ বেশি ছিল। এখন ট্রেনে সেই চার্জ আর নেওয়া হচ্ছে না। বিশেষ ট্রেনের নম্বরের পরিবর্তে এখন পুরোনো নম্বর মেনেই চালানো হবে ট্রেন। এ ছাড়াও ভাড়াও নেওয়া হবে আগের মতোই।
তবে এখানেই থেমে থাকছে না রেলের আপডেট। জানা গিয়েছে, ভারতীয় রেলে (Indian Railway) নিরামিষ খাবারকে উৎসাহ দিতে নতুন উদ্যোগ নিয়েছে ইন্ডিযান রেলওয়ে। এবার থেকে পুরো ট্রেনের গায়েই পড়তে চলেছে নিরামিষ তকমা। তবে সব ট্রেনের ক্ষেত্রে থাকবে না এই বাধ্যবাধকতা। কেবল 'তীর্থযাত্রাকারী' ট্রেনগুলিতেই পরিবেশন করা হবে সাত্ত্বিক আহার। সম্প্রতি সেই উদ্দ্যেশ্যে হাত মিলিয়েছে IRCTC ও সাত্ত্বিক কাউন্সিল।