Strike: কেন্দ্রীয় নীতির প্রতিবাদ-সহ ১১ দফা দাবি, আজ থেকে দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক
কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েলের কাছ থেকে ইতিবাচক সাড়া না মিললে আগামী ২২ মার্চ সংসদ অভিযানের ডাক দিয়েছে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন।
![Strike: কেন্দ্রীয় নীতির প্রতিবাদ-সহ ১১ দফা দাবি, আজ থেকে দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক Ration strike across the country from today, including 11-point demand protesting against central policy Strike: কেন্দ্রীয় নীতির প্রতিবাদ-সহ ১১ দফা দাবি, আজ থেকে দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/07/8d95d86733076eabd19dd9fb59c303311675745724388176_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
আবীর দত্ত , কলকাতা: কেন্দ্রীয় নীতির প্রতিবাদ ও ১১ দফা দাবিতে আজ থেকে ৭২ ঘণ্টা দেশজুড়ে রেশন ধর্মঘটের (Srike) ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন (All India Fair Price Shop Dealers' Federation) বৃহস্পতিবার পর্যন্ত চলবে রেশন বন্ধ। সংগঠনের দাবি, রাজ্যের পাশাপাশি দেশের মোট ৫ লক্ষ ৩৮ হাজার রেশন ডিলার এই ধর্মঘটে সামিল হয়েছেন। এ রাজ্যের মোট ২০ হাজার ২৮১ জন রেশন ডিলারের মধ্যে ফেডারেশনের অধীনে থাকা ১৭ হাজার ১২১ জন ডিলার আজ দোকান খোলেননি। এর জেরে রাজ্যের প্রায় ৮ কোটি উপভোক্তা আগামী ৭২ ঘণ্টা রেশন তুলতে পারবেন না। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েলের কাছ থেকে ইতিবাচক সাড়া না মিললে আগামী ২২ মার্চ সংসদ অভিযানের ডাক দিয়েছে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন।
কেন্দ্রীয় নীতির প্রতিবাদ ও ১১ দফা দাবিতে আজ থেকে ৭২ ঘণ্টা দেশজুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন (All India Fair Price Shop Dealers' Federation)। বৃহস্পতিবার পর্যন্ত চলবে রেশন বন্ধ। কেন্দ্রের কাছ থেকে ইতিবাচক সাড়া না মিললে আগামী ২২ মার্চ সংসদ অভিযানের ডাক দিয়েছে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন।
মঙ্গলবার থেকে ৩ দিনের দেশজোড়া রেশন ধর্মঘট । ব্যাপক ভোগান্তির আশঙ্কা গ্রাহকদের। কেন্দ্রীয় নীতির প্রতিবাদ ও ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টা রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন। একই ছবি শহরের বিভিন্ন প্রান্তে ।
সংগঠনের দাবিগুলির মধ্যে রয়েছে, দ্রব্য মূল্য বৃদ্ধি রোধে রেশনের মাধ্যমে ডাল, তেল, চিনি সরবরাহ করতে হবে এবং রেশন ডিলারদের ন্যুনতম মাসিক ৫০ হাজার টাকা আয়ের নিশ্চয়তা দিতে হবে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েলের কাছ থেকে ইতিবাচক সাড়া না মিললে আগামী ২২ মার্চ সংসদ অভিযানের ডাক দিয়েছে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠন।
রাজ্যের পাশাপাশি দেশের মোট ৫ লক্ষ ৩৮ হাজার রেশন ডিলার ধর্মঘটে সামিল হয়েছেন। এ রাজ্যের মোট ২০ হাজার ২৮১ জন রেশন ডিলারের মধ্যে ফেডারেশনের অধীনে থাকা ১৭ হাজার ১২১ জন ডিলার মঙ্গলবার দোকান খোলেননি। এর জেরে রাজ্যের প্রায় ৮ কোটি উপভোক্তা আগামী ৭২ ঘণ্টা রেশন তুলতে পারবেন না।
আরও পড়ুন: Asha Worker Agitation: বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবি, আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)